Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railway: টিকিট থাকা সত্ত্বেও ট্রেন থেকে নামিয়ে দেবে টিটি, এই দিন থেকে কার্যকর হবে নতুন নিয়ম

ভারতীয় রেলওয়ে এই জুলাই মাস থেকে ভারতের যাত্রীদের জন্য একটি নতুন ব্যবস্থা চালু করেছে যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। আবার অনেকে কিন্তু এর ফলে সমস্যায় পড়ে যেতে পারেন।…

Avatar

ভারতীয় রেলওয়ে এই জুলাই মাস থেকে ভারতের যাত্রীদের জন্য একটি নতুন ব্যবস্থা চালু করেছে যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। আবার অনেকে কিন্তু এর ফলে সমস্যায় পড়ে যেতে পারেন। ১ জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর করেছে ভারতীয় রেলওয়ে এবং ইতিমধ্যেই ভারতের বিভিন্ন রেলওয়ে স্টেশনে এই নতুন নিয়ম কাজ করতে শুরু করে দিয়েছে। প্রথমবারের মতো ওয়েটিং টিকিটের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে এবং তারা জানিয়েছে, যদি ওয়েটিং টিকিট না থাকে তাহলে কিন্তু ওই ব্যক্তির উপরে ভারী জরিমানা আরোপ করা হবে এবং টিটি তাকে কিন্তু মাঝপথে ট্রেন থেকে নামিয়েও দিতে পারে। ইতিমধ্যেই কর্মচারীদের এই ব্যাপারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত হবেন লাখ লাখ যাত্রী

ভারতীয় রেলওয়ের ওয়েটিং টিকিট রিজার্ভেশনে একি নতুন নিয়মাবলী জারি করা হয়েছে। এর অর্থ হলো যদি আপনার টিকিট অপেক্ষমান তালিকায় থাকে তাহলে আপনি এসি অথবা স্লিপার কোচে ভ্রমণ করতে পারবেন না। এমনকি আপনি যদি স্টেশনের উইন্ডো থেকে অফলাইন টিকিট কিনে থাকেন, তাহলেও কিন্তু এইভাবে আপনি ভ্রমণ করতে পারবেন না। এখন রেলওয়ে এই ধরনের টিকিট সংরক্ষিত কোচের ক্ষেত্রে জারি করা শুরু করছে। সংরক্ষিত কোচে নিশ্চিত টিকিট সহ যাত্রীদের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এতে অপেক্ষারত টিকিটে ভ্রমণকারী লক্ষ লক্ষ যাত্রীদের কিছুটা অসুবিধা হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আগে কি নিয়ম ছিল?

জুলাই মাসের আগে ভারতীয় রেলওয়ের নিয়ম ছিল, যদি কোন যাত্রী স্টেশনের উইন্ডো থেকে ওয়েটিং টিকিট কিনে থাকেন তাহলে তিনি কোন অসুবিধা ছাড়াই সংরক্ষিত কোচে ভ্রমণ করতে পারবেন। যাত্রীর যদি ফরওয়ার্ড এসির জন্য ওয়েটিং টিকিট থাকে তবে তিনি এসি কোচে পর্যন্ত ভ্রমণ করার সুবিধা পেতে পারেন। পাশাপাশি স্লিপারেও তিনি যেতে পারেন। তবে অনলাইনে কেন টিকিটগুলিতে সংরক্ষিত করছে ভ্রমণের ক্ষেত্রে একটা বিধি নিষেধ ছিল, যদি অনলাইন টিকিট অপেক্ষমান থাকে তাহলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে সেটা বাতিল হয়ে যায়। কিন্তু অফলাইন টিকিট বাতিল হয় না।

রেলওয়ে কি বলছে?

ওয়েটিং টিকিটের ভ্রমণে নিষেধাজ্ঞা কিন্তু এই প্রথম নয়। একেবারে ব্রিটিশ আমল থেকেই এই নিয়ম কার্যকর ছিল। তবে এবারের জুলাই মাস থেকে এই নিয়ম কঠোরভাবে মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। ফলে যদি আপনি উইন্ডো টিকিট কিনে থাকেন এবং সেটা অপেক্ষমান তালিকায় থাকে তাহলে আপনি সেই টিকিট ফেরত দিয়ে আপনার টাকা ফেরত নিয়ে নিতে পারেন। কিন্তু আপনি আর এই টিকিট দিয়ে কোথাও ভ্রমণ করতে পারবেন না।

About Author