নিউজToday Trending Newsদেশ

Indian Railway: ভারতীয় রেলে সফর করলে পাবেন টাকা, এই সুবিধার কথা জানেন না ৯৯% ভারতীয়

Advertisement

ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে ট্রেনের টিকিট বুক করার সময় বা কাউন্টার থেকে অফলাইন টিকিট বুক করার সময়, ভারতীয় রেলের ওয়েব সাইটটা একবার ভালো করে দেখে নেবেন। রেলে সফর করার পাশাপাশি বীমা করানো সুবিধাও দিচ্ছে রেল। তবে আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকিট বুক করার সময় ওয়েব পেজে ‘ট্রাভেল ইন্স্যুরেন্স’ অপশন চেক করে এই সুবিধা পেতে পারেন।

রেলওয়ের এই সুবিধার আওতায় আইআরসিটিসি যাত্রীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ভ্রমণ বীমা প্রদান করে, তাও মাত্র ৩৫ পয়সায়। আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপ থেকে টিকিট বুক করা যাত্রীরা এই সুবিধাটি নিতে পারেন। এর জন্য আপনাকে বীমা কভারের অপশনে যেতে হবে। টিকিট বুক হয়ে গেলে আপনার ইমেইলে একটি ফর্ম আসে, যা পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। উল্লেখ্য, শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই সুবিধার সুবিধা পাবেন।

Indian Railways travel Bima

কোন কোন ক্ষেত্রে আর্থিক সুরক্ষা দিচ্ছে রেল?

• ট্রেন যাত্রার সময়, যাত্রীরা তাদের মূল্যবান জিনিসপত্র বা লাগেজের যে কোনও ধরণের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

• রেল দুর্ঘটনার ক্ষেত্রে চিকিৎসার খরচ বহন করা হয়।

• কোনও যাত্রীর মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে মনোনীত ব্যক্তি ১০ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভার পান।

• আংশিক অক্ষমতার ক্ষেত্রে ৭.৫ লক্ষ টাকা দেওয়া হয়।

• গুরুতর আঘাতের ক্ষেত্রে যাত্রীদের ২ লক্ষ টাকা পর্যন্ত এবং সামান্য আঘাতের ক্ষেত্রে যাত্রীদের ১০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।

যাত্রীরা ট্রেন দুর্ঘটনার ৪ মাসের মধ্যে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। আপনি যাত্রী বীমা কোম্পানির অফিসে গিয়ে বীমা দাবি করতে পারেন। বীমা কেনার সময় যাত্রীদের অবশ্যই মনোনীত ব্যক্তির নাম পূরণ করতে হবে, যাতে এমন পরিস্থিতিতে দাবি করতে কোনও সমস্যা না হয়।

Related Articles

Back to top button