ভারতে চলতে শুরু করল বন্দে সাধারন এক্সপ্রেস, জানুন এই নতুন ট্রেনের সমস্ত বিশেষত্ব
ভারত সরকার এই নতুন ট্রেনটি নিয়ে বেশ আশাবাদী
জনপ্রিয় বন্দে ভারত এক্সপ্রেসের নতুন সংস্করণ বন্দে সাধারণ ট্রেনের একটি নতুন সংস্করণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। মুম্বাই যাওয়ার পথে সোলাপুর স্টেশন এর এই ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়েছে। যদিও ভারতীয় রেলওয়ে ট্রেনের নতুন সিরিজের কোন নাম এখনো পর্যন্ত সঠিক করে ঘোষণা করেনি। তবে মনে করা হচ্ছে এটি বন্দে ভারতে এক্সপ্রেস এর নতুন ট্রেন বন্দে সাধারন এক্সপ্রেস। চলুন তাহলে এই নতুন ট্রেনের পাঁচটি পয়েন্ট জেনে নেওয়া যাক।
১. এই নতুন ট্রেনটি হল বন্দে ভারতের একটি স্লিপার সংস্করণ। ৩০ টিরও বেশি রুটে এই মুহূর্তে চালু রয়েছে এই নতুন ট্রেন। চেন্নাই এর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এই ট্রেন তৈরি করা হয়েছে।
২. নতুন ট্রেন গুলিকে সম্পূর্ণরূপে শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে। এ ট্রেন পুশ পুল মোডে কাজ করে। এই রেক ট্রেনের উভয় প্রান্তে রয়েছে। প্রতিটি প্রান্তে লোকোমোটিভ থাকুক বা না থাকুক দুদিকে ইঞ্জিন থাকবে।
৩. সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ভারতীয় রেল তার উৎপাদন ইউনিট এর মধ্যে ১০২ টি বন্দে ভারত রেকের একটি উৎপাদন পরিকল্পনা চালু করেছে ইতিমধ্যেই ২০২২-২৩ সালে ৩৫টি এবং ২০২৩-২৪ সালের মধ্যে ৬৭ টি বন্দে ভারত তৈরি করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। এর মধ্যে ৭৫ টি বন্দে ভারত রেক চেয়ারকার সংস্করণ হিসেবে আসবে। বাকিগুলি আসবে স্লিপার সংস্করণ হিসেবে।
৪. ভারতীয় রেলওয়ে তিনটি ভিন্ন প্রযুক্তির বন্দে ভারত ট্রেনের ৪০০ টি স্লিপার সংস্করণ তৈরি করার পরিকল্পনা করেছে।
৫. প্রথম বন্দে ভারত এক্সপ্রেস নতুন দিল্লি এবং বারানসি’র মধ্যে ১৫ ফেব্রুয়ারি ২০১৯ সালে চালু হয়েছিল।