Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতীয় রেলওয়ে নিয়ে আসছে নতুন ২২ কোচের ট্রেন, পাবেন বন্দে ভারতের সুবিধা একেবারে লোকাল ট্রেনের দামে – INDIAN RAILWAYS

ভারতীয় রেলের ব্যাপারে বলতে গেলে আসলে অনেকটা কম বলা হবে। ভারতীয় রেল হল ভারতের সবথেকে বড় লাইফ লাইন এবং প্রতিদিন ভারতীয় রেল বহু ট্রেনের সার্ভিস দিয়ে থাকে। ভারতীয় রেল হল…

Avatar

ভারতীয় রেলের ব্যাপারে বলতে গেলে আসলে অনেকটা কম বলা হবে। ভারতীয় রেল হল ভারতের সবথেকে বড় লাইফ লাইন এবং প্রতিদিন ভারতীয় রেল বহু ট্রেনের সার্ভিস দিয়ে থাকে। ভারতীয় রেল হল ভারতের সবথেকে বড় যাতায়াতের মাধ্যম এবং প্রতিদিন কোটি কোটি মানুষ ভারতীয় রেলের সুবিধা গ্রহণ করেন। আপনি বহু ট্রেনকে চলতে দেখতে পাবেন ভারতীয় রেলের ট্রাকে। আপনাদের জানিয়ে রাখি, এবারে ভারতীয় রেল একটা নতুন ট্রেন আনতে চলেছে ভারতের সাধারণ মানুষের জন্য। নতুন এই ট্রেন কিন্তু অন্যান্য ট্রেনের থেকে অন্যরকম হবে। ভারতীয় রেলের তথ্য অনুযায়ী, এই নতুন ট্রেন পরিষেবা শুরু হবে এই মাসের শেষ দিক নাগাদ।

আপনাদের জানিয়ে রাখি, আপগ্রেডেড দ্বিতীয় শ্রেণীর ৩-টায়ার এবং দ্বিতীয় শ্রেণীর অসংরক্ষিত কোচ সহ এই নতুন ট্রেনটি চেন্নাইতে অবস্থিত রেল ফ্যাক্টরি ICF (ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি)-তে তৈরি করা হচ্ছে। তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই নতুন ট্রেনের কোনো নাম ভাবা হয়নি এবং এর সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে বলা হচ্ছে, এই নতুন ট্রেনে বন্দে ভারত এক্সপ্রেসের কিছু দুর্দান্ত বৈশিষ্ট্য অবশ্যই দেখা যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই নতুন ২২ কোচের ট্রেনটিতে, আপনি ৮টি সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচ, ১২টি নন-এসি স্লিপার কার এবং ২টি লাগেজ-কাম-গার্ড ভ্যান দেখতে পাবেন। ভারতীয় রেলওয়ে দ্বারা চালু করা এই নতুন ট্রেনটিতে যাত্রীদের নিরাপত্তা এবং সুবিধার জন্য আরও ভাল অভ্যন্তরীণ সজ্জা, গ্যাংওয়ে, কাপলার, ডেস্টিনেশন বোর্ড সহ অনেক সুবিধা থাকবে।

এই ট্রেনটিকে আরও বেশি গতি দিতে, ভারতীয় রেলের পুশ-পুল কৌশলের উপর ভিত্তি করে দুটি লোকোমোটিভ ইঞ্জিন ব্যবহার করা হবে। নতুন এই ট্রেনের উভয় প্রান্তে একটি করে লোকোমোটিভ ইঞ্জিন দেওয়া হবে। একটি ট্রেনটিকে পুশ করবে পিছন থেকে এবং অন্যটি সামনে থেকে এই ট্রেনটিকে টানবে। এই নতুন ট্রেনের জন্য, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (সিএলডব্লিউ) এরোডাইনামিক ডিজাইন সহ দুটি WAP5 লোকোমোটিভ তৈরি করবে।

About Author