Indian railways job: রেলওয়েতে দারুণ চাকরির সুযোগ, জেনে নিন আবেদন ফি এবং সম্পূর্ণ প্রক্রিয়া
রেলের চাকরি পেতে ইচ্ছুক প্রার্থীদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর
তরুণদের মধ্যে রেলওয়ের চাকরি অত্যন্ত জনপ্রিয় এবং অল্প সময়ের মধ্যে ভারতীয় রেলওয়ে অনেক বেশি শূন্য পদ জারি করে থাকে। ভারতীয় রেলের এই শূন্য পদ পূরণের জন্য প্রচুর আবেদন পত্র জমা করে এবং অনেকেই ভারতীয় রেলে চাকরি করার স্বপ্ন দেখেন। এবারে ভারতীয় রেলের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর। এবারে উত্তর রেলের তরফে ৯৩ টি পদের জন্য নিয়োগ পত্র জারি করা হয়েছে। সিনিয়ার টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদের জন্য এই নিয়োগ পত্র জারি করেছে ভারতীয় রেল। আবেদনকারীরা উত্তর রেলের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন।। আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে ২৮ আগস্ট।
এই পদে আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি থাকতেই হবে। ইলেকট্রিক্যাল সিভিল ইলেকট্রনিক্স মেকানিক্যাল ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পেয়ে যাবেন এই নিয়োগের ক্ষেত্রে। ২০ বছর থেকে ৩৪ বছরের মধ্যে প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। তবে বিভাগের ভিত্তিতে বয়সসীমা পরিবর্তিত হতে পারে। যদি আপনি তপশিলি জাতি অথবা উপজাতিভুক্ত হন তাহলে হয়তো আপনি পাঁচ বছরের জন্য বয়সের ছাড় পেয়ে যাবেন।
১০০ টাকা আবেদন ফি জমা দিয়ে আপনাকে আবেদনপত্র জমা করতে হবে। তবে শর্ট লিস্টিং এর জন্য অবশ্যই গেট স্কোরকে প্রাধান্য দেওয়া হবে। যদি গেট পরীক্ষায় সেই প্রার্থী উত্তীর্ণ হতে না পারেন তাহলে তাকে তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় রেল। তারপরে মেডিকেল পরীক্ষা হবে সেই প্রার্থীর। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ভারতীয় রেলে সেই ব্যক্তি চাকরি পেতে পারবেন। উত্তর রেলের ওয়েবসাইট থেকে প্রার্থীরা এই ফর্ম পেয়ে যাবেন। সেখানেই আবেদন প্রক্রিয়া পুরো হবে।