রেলের চাকরিতে পেয়ে যান মোটা টাকা বেতন, স্পোর্টসে ভালো থাকলেই করতে পারবেন আবেদন
রেলে চাকরির সুযোগ নিয়ে চলে এসেছে দক্ষিণ-পশ্চিম রেলওয়ে
ভারতের মতো দেশের রেললাইনকে রীতিমতো লাইফ লাইন বলা হয়ে থাকে। উত্তর থেকে শুরু করে দক্ষিণ দেশ জুড়ে বহু ট্রেন যাতায়াত করে থাকে প্রতিদিন। দেশের একটা বড় অংশ যাতায়াতের মাধ্যম এই ভারতীয় রেলওয়ে। তাই স্বাভাবিকভাবেই সেখানে চাকরির সুযোগ থাকে অনেক। সারা বছর বিভিন্ন শাখার রেলে নিয়োগ হয়ে থাকে এবং রেলে চাকরিতে বেতনের পাশাপাশি পাওয়া যায় একাধিক সুযোগ-সুবিধা। তাই রেলে এবার চাকরির সুযোগ নিয়ে এলো দক্ষিণ-পশ্চিম রেলওয়ে। ইতিমধ্যেই আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
rrchubli.in ওয়েবসাইট থেকে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারেন। ১৭ ডিসেম্বর থেকে এই চাকরির জন্য আবেদন গ্রহণ করা শুরু হয়েছে এবং এই চাকরিতে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ জানুয়ারি ২০২৩। মোট ২১ টি পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া চলবে এবং শুধুমাত্র স্পোর্টস কোটা থেকে এই নিয়োগ হবে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে। ১৮ বছর বয়স থেকে ২৫ বছর বয়সী চাকরির প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারেন। বিভিন্ন স্তরের চাকরির জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা ধার্য করা হয়েছে এবং এই যোগ্যতা বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
যোগ্য প্রার্থীদের ট্রায়ালের জন্য ডাকা হবে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে। স্পোর্টস অর্থাৎ ক্রীড়া ক্ষেত্রে দক্ষতা যাচাই করা হবে। দক্ষিণ-পশ্চিম রেলের তরফে জানানো হয়েছে, এখনো পর্যন্ত এই টায়ারের দিন নির্ধারিত হয়নি। হুব্বালি, ব্যাঙ্গালোর এবং মাইসোরে এই ট্রায়াল হতে চলেছে। প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে পরীক্ষার ফি দিতে হবে ৫০০ টাকা করে। এই ফি জেনারেল ক্যাটাগরীদের জন্য। অন্যদিকে, এসসি, এসটি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য এই পরীক্ষার ফি ২৫০ টাকা।