নিউজদেশ

Railway Jobs: নতুন বছরে রেলের চাকরির দারুন সুযোগ, নিয়োগ হবে ৩২ হাজার শূন্যপদে, জানুন বিস্তারিত

ভারতের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

Advertisement

বছর শুরুর আগে বড় সুখবর। ভারতের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ২৩ জানুয়ারি, ২০২৫ থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। আগামী সময়ে রেলওয়ে গ্রুপ-ডি পদের অধীনে ৩২,৪৩৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া সরাসরি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.rrbcdg.gov.in/) সম্পন্ন করা যাবে। এই প্রসঙ্গে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

এ বছর রেলওয়ে গ্রুপ-ডি পদে বিভিন্ন শূন্যপদে নিয়োগের সুযোগ আসছে, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু পদের সংখ্যা নিম্নরূপ:

– পয়েন্টসম্যান (বি): ৫০৫৮টি
– সহকারী (ট্র্যাক মেশিন): ৭৯৯টি
– সহকারী (পি-উই): ২৫৭টি
– ট্র্যাক মেইনটেইনার গ্রেড ৪ (ইঞ্জিনিয়ারিং): ১৩১৮৭টি
– সহকারী (C&W): ২৫৮৭টি
– সহকারী টিআরডি ইলেকট্রিক্যাল: ১৩৮১টি
– সহকারী (S&T): ২০১২টি
– সহকারী লোকো শেড (ডিজেল): ৪২০টি
– সহকারী লোকো শেড (বৈদ্যুতিক): ৯৫০টি
– সহকারী অপারেশন (ইলেকট্রিকাল): ৭৪৪টি
– সহকারী TL&AC: ১০৪১টি
– সহকারী TL&AC (ওয়ার্কশপ): ৬২৪টি
– সহকারী (ওয়ার্কশপ- মেকানিক্যাল): ৩০৭৭টি

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে দশম শ্রেণী (মেট্রিক) পাস হতে হবে। এছাড়া, জাতীয় প্রশিক্ষণ সার্টিফিকেট (NAC) থাকতে হবে, যা এনসিভিটি (NCVT) কর্তৃক অনুমোদিত। আর আবেদনকারীর বয়স ১ জুলাই, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। তবে, সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে। ইতিমধ্যেই রেলওয়ে গ্রুপ-ডি পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। সাধারণ এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি হবে ৫০০ টাকা। তবে, এসসি, এসটি, পিএইচ এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি হবে ২৫০ টাকা। আবেদন ফি ডেবিট/ক্রেডিট কার্ড, নেটব্যাঙ্কিং বা ইউপিআই (UPI) এর মাধ্যমে প্রদান করা যাবে।

নির্বাচন প্রক্রিয়া:

রেলওয়ে গ্রুপ-ডি পদের জন্য প্রার্থীদের নির্বাচন তিনটি পর্যায়ে হবে। প্রথম পর্যায়ে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে, যা সাধারণ জ্ঞান, গাণিতিক যোগ্যতা, রিজনিং ক্ষমতা, বিজ্ঞান, এবং রেলওয়ে সম্পর্কিত প্রশ্ন থাকবে। এরপর দ্বিতীয় পর্যায়ে শারীরিক দক্ষতা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা করা হবে। যেমন- দৌড়ানো, হাঁটা ইত্যাদি। আর শেষ এবং তৃতীয় পর্যায়ে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং তাদের নথি যাচাই করা হবে। শুধুমাত্র যারা প্রথম দুটি পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারাই এই ধাপটি সম্পন্ন করবে।

আবেদন করার সময়সীমা:

আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৩ জানুয়ারি, ২০২৫ থেকে এবং শেষ হবে ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত। তাই আগ্রহী প্রার্থীদের আবেদন করতে দেরি না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এবারের রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগের বিজ্ঞপ্তি উক্ত পদে চাকরি প্রার্থীদের জন্য এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। যেকোনো আগ্রহী প্রার্থী দ্রুত আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারেন।

Related Articles

Back to top button