মাধ্যমিক পাস করেই চালাতে পারবেন ট্রেন, জানুন ভারতীয় রেলের মোটা মাইনের এই চাকরির ব্যাপারে
ভারতীয় রেলে এই মুহূর্তে গ্রুপ- বি পদে লোকো পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে
পড়াশোনা শেষ করে সরকারি চাকরি পাওয়ার ইচ্ছা সকলেরই রয়েছে। সেই লক্ষ্যে দেশজুড়ে লক্ষ লক্ষ পড়ুয়া প্রতিবছর সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেন। অনেকে সঠিক পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে পারেন। কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা সরকারি পরীক্ষায় সফল হতে পারেন না। বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের এমন একটি সরকারি চাকরির প্রসঙ্গে জানাবো, যেটিতে দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীদের কাছে নিঃসন্দেহে এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় রেলে কাজ করে আপনি এই চাকরির মাধ্যমে প্রচুর টাকা রোজগারের সুযোগও পেয়ে যাবেন।
এই প্রতিবেদনে আমরা ট্রেনের লোকো পাইলটের চাকরির বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনাকে জানাবো। লোকো পাইলট হলেন তিনি যিনি মূলত ট্রেন চালিয়ে থাকেন। ভারতে লোকো পাইলট এর চাকরিটিকে গ্রুপ বি ক্যাটাগরিতে রাখা হয়ে থাকে। ভারতীয় রেলের ট্রেন চালানোর দায়িত্ব থাকে লোকো পাইলট এর উপরে। তবে এই লোক পাইলট হওয়ার জন্য কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। চলুন সেই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
লোকো পাইলট হওয়ার জন্য ইচ্ছুক প্রার্থীদের দেশের যে কোন স্বীকৃত বোর্ড থেকে দশম কিংবা দ্বাদশ শ্রেণী পাস করতে হবে। পাশাপাশি ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং বা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং থেকে আইটিআই প্রোগ্রামে প্রার্থীকে যোগ্যতা অর্জন করতে হবে। পাশাপাশি এই পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে। এই পদের জন্য জেনারেল ক্যাটাগরির ১৮ থেকে ৩০ বছরের প্রার্থীর আবেদন করতে পারেন। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রে একটি ছাড় দেওয়া হয়।
এছাড়াও জানিয়ে রাখা ভালো, মূলত শূন্য পদের ভিত্তিতে ভারতীয় রেলে লোকো পাইলট পদে নিয়োগ করা হয়। বিজ্ঞপ্তি মাধ্যমে আবেদনকারীর আবেদন করতে পারেন এই চাকরির জন্য। তবে হ্যাঁ, লোকো পাইলট হবার জন্য কিন্তু আপনাকে লিখিত পরীক্ষায় ইন্টারভিউ এবং মেডিকেল পরীক্ষা দিতে হবে। তারপরেই আপনাকে চাকরিতে যুক্ত করবে ভারতীয় রেল।