Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

লকডাউনের মধ্যেই সব গুরুত্বপূর্ণ কাজ সেরে রাখছেন রেল কর্মীরা

Updated :  Sunday, May 3, 2020 1:20 PM

করোনার জেরে দেশ জুড়ে জারি হয়েছে লক ডাউন। আর এই লক ডাউনকে কাজে লাগিয়ে সমস্ত পড়ে থাকা কাজ মিটিয়ে নিচ্ছে ভারতীয় রেল। গত ২৪শে মার্চ মধ্যরাত থেকে দেশ জুড়ে করোনার প্রকোপে শুরু হয়েছে লক ডাউন। যার দ্বিতীয় দফা শেষ হবে ৩রা মে। তারপর ফের তৃতীয় দফার লক ডাউন চালু হবে এবং তার মেয়াদকাল আগামী ১৭ই মে। এই লক ডাউনে সম্পুর্ন রূপে বন্ধ রয়েছে ভারতের সবচেয়ে বৃহত্তর গণপরিবহন ব্যবস্থা রেল।

আর সেই সুযোগে অনেকদিন থেকে রেলের যে গুরুত্বপূর্ণ কাজ গুলি বাকি ছিল, যেমন Ultrasonic flaw detection (USFD) অর্থাৎ রেল লাইনের মধ্যে রেল চলাচল কোনো জায়গায় অসুবিধা রয়েছে কিনা তা দেখভাল করে ১,৩৪,৪৪৩ কিমি রেল ইয়েল্ডস ও ৩০১৮২ কিমি রেল পথ সাড়াই। এর সঙ্গে Overhead Equipment (OHE) দেখাশোনা করার কর্মী, প্রায় ৫০০ উচ্চক্ষমতা সম্পন্ন মেশিন ও সঙ্গে ছিল ট্র্যাক, সিগন্যাল। এর মাধ্যমেই প্রায় ১২২৭০ কিমি রেলপথের খুটিনাটি সাড়াই করা হল।

দেশ জুড়ে লক ডাউনের জেরে বন্ধ রয়েছে সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠানগুলি। আর তার মাঝেই অনবরত বিরামহীন থেকেছেন রেলের কর্মীরা। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এটিই সুযোগ রেলের সমস্ত পরিচর্যার কাজ সেরে ফেলা ও খুটিনাটি নির্ণয় করে তাকে সাড়াই করা। লক ডাউনের পর পুনরায় রেল ব্যবস্থা চালু হলে যাতে বিঘ্ন না ঘটে ও যাত্রীদের সুরক্ষার তাগিদে নেপথ্যে থেকে কাজ করেছেন রেলের কর্মীরা।