Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কামরায় কামরায় অস্তির হয়ে খুঁজছেন পরিজনদের…? নিজের কোচ খুঁজে পাচ্ছেন না? সমস্যার সমাধান নিয়ে এলো পূর্ব রেলওয়ে

ভারতের প্রেক্ষাপটে রেল যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব যে কতখানি, তা আজকের দিনে দাঁড়িয়ে বলে দিতে হবে না। বিগত কয়েক বছরে এই গুরুত্বের কথা মাথায় রেখে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে…

Avatar

ভারতের প্রেক্ষাপটে রেল যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব যে কতখানি, তা আজকের দিনে দাঁড়িয়ে বলে দিতে হবে না। বিগত কয়েক বছরে এই গুরুত্বের কথা মাথায় রেখে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে রেলওয়ে সংস্থা। যাত্রী সুরক্ষা থেকে শুরু করে রেলের সংখ্যা বাড়ানো এমনকি নতুন রাস্তা নির্মাণের ক্ষেত্রেও গতি এনেছে ভারতীয় রেলওয়ে। আজকের দিনে দাঁড়িয়ে একথা অস্বীকার করার উপায় নেই যে, ভারতের বৃহত্তম জনসংখ্যার জীবিকা দাঁড়িয়ে রয়েছে রেলওয়ের উপর নির্ভর করে।

রেল স্টেশনে যাত্রীদের অসুবিধা

আর এবার রেলওয়ে ব্যবস্থাকে আরও সহজ করে তোলার উদ্দেশ্যে বিশেষ পদক্ষেপ নিয়েছে পূর্ব রেলওয়ে দপ্তর। সাধারণ যাত্রীদের বিশেষ কয়েকটি সমস্যা সমাধানের উদ্দেশ্যে এই বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে পূর্ব রেলওয়ে। বর্তমানে প্রায়ই যাত্রীরা প্ল্যাটফর্মে নিজের ট্রেন কিংবা কিংবা ট্রেনের কামরা খুঁজে পান না। আবার কোন কামরায় নিজের আত্মীয় আসছে তাও খুজে পেতে বিশেষ বেগ পেতে হয়। এবার সেই সমস্ত যাত্রীদের সুবিধার্থে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে পূর্ব রেলওয়ে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যাত্রীদের জন্য এই বিশেষ সুবিধা

এদিন পূর্ব রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীদের বিশেষ এই হয়রানি থেকে মুক্তি দিতে নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করতে চলেছে ভারতীয় রেলওয়ে। যার মধ্যে প্রথম পদক্ষেপ হিসেবে থাকছে ট্রেন ইন্ডিকেশন বোর্ড (TIB) এবং কোচ ইন্ডিকেশন বোর্ডের (CIB) সুবিধা। ভারতীয় রেলের যাত্রীরা ট্রেন ইন্ডিকেশন বোর্ড দেখে সহজেই তাদের গন্তব্য গামী ট্রেনের সন্ধান খুঁজে পাবেন। এছাড়া প্রতিটি কামরা খুজে পেতে তারা ব্যবহার করতে পারবেন কোচ ইন্ডিকেশন বোর্ড। পাশাপাশি, কোচ নম্বরের সাহায্যে সহজেই নিজের আত্মীয়কে খুঁজে পাবেন রিসিভ করতে আসা ব্যক্তিরা। যার ফলে স্টেশনে বিশেষ হয়রানীর হাত থেকে সহজেই মুক্তি পাবেন যাত্রীরা বলে মনে করছে পূর্ব রেলওয়ে।

About Author