ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এক টিকিটেই ভ্রমণ করতে পারবেন ৮টি স্টেশনে, ভারতীয় রেলওয়ে নিয়ে এলো এই নতুন টিকিট ব্যবস্থা

ভারতীয় রেলের এই নতুন টিকিট ব্যবস্থার ব্যাপারে আপনারা অনেকেই হয়তো জানেন না

Advertisement

একটা ট্রেনের টিকিট দিয়ে শুধুমাত্র এক স্টেশন থেকে আপনি অন্য স্টেশনে যেতে পারবেন। এটা অনেকেই চিন্তা করেন। কিন্তু আপনি কি জানেন, একটা টিকিট দিয়ে কিন্তু আপনি আটটি ভিন্ন স্টেশনে ভ্রমণ করতে পারেন। ভারতীয় রেলে একটি বিশেষ টিকিট রয়েছে যার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ট্রেনে একসাথে চড়তে পারেন। রেলওয়ে এই ধরনের একটি স্পেশাল টিকিট ভারতের মানুষের জন্য চালু করেছে, যার নাম দেওয়া হয়েছে সার্কুলার জার্নি টিকিট, যার মাধ্যমে আপনি বিভিন্ন স্টেশনে একসাথে ভ্রমণ করতে পারেন।

সাধারণত যে সমস্ত যাত্রীরা তীর্থ করতে যান তাদের জন্যই এই সার্কুলার জার্নি টিকিট চালু করা হয়েছে। একটি নির্দিষ্ট স্টেশন থেকেই সার্কুলার জার্নি টিকিট কেনা যেতে পারে। যে কোন ক্লাসের জন্য এই সার্কুলার জার্নি টিকিট আপনি পেতে পারেন। তবে, সরাসরি টিকিট কাউন্টার থেকে কিন্তু এই জার্নি টিকিট পাওয়া যায় না। এই টিকিট কাটানোর জন্য আগে ভারতীয় রেলের কাছে একটা আবেদন জানাতে হয় তার রুটের ব্যাপারে। সেই অনুযায়ী ভারতীয় রেলওয়ে একটি বিশেষ টিকিট তৈরি করে, যা ওই ব্যক্তিকে নির্দিষ্ট স্টেশন থেকে কালেক্ট করতে হয়। তবে এই সার্কুলার জার্নি টিকিট কাটার সময় যাত্রীদের একটা বিষয় মাথায় রাখতে হবে। তাদেরকে কিন্তু অবশ্যই যাত্রা যেখান থেকে শুরু করতে হবে সেখানেই শেষ করতে হবে।

যদি আপনি একটা লম্বা রুটে জার্নি করতে চাইছেন, কিন্তু আপনার বারবার টিকিট কাটার সময় নেই অথবা ইচ্ছাও নেই, সে ক্ষেত্রে আপনি এই সার্কুলার জার্নি টিকিট ব্যবহার করতে পারেন। একবার টিকিট কাটলেই আপনি প্রত্যেকটি ট্রেনে একসাথে ভ্রমণ করতে পারবেন এই বিশেষ টিকিটের মাধ্যমে। যদি আপনি নতুন দিল্লি থেকে কন্যাকুমারী পর্যন্ত যেতে চান, তাহলে আপনি এই টিকিটের মাধ্যমে আপনার যাত্রা সম্পন্ন করতেই পারেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই যাত্রা শুরু যদি নতুন দিল্লি থেকে হয়, তাহলে শেষ কিন্তু নতুন দিল্লিতেই হবে।

মনে করা যাক, আপনি মথুরা এবং মুম্বাই সেন্ট্রাল হয়ে কন্যাকুমারী পৌঁছেছেন। রিটার্ন টিকিটও এই একই রুটের কাটা রয়েছে। সেক্ষেত্রে, এই জার্নি হবে সর্বমোট ৭৫৫০ কিলোমিটারের। এই টিকিট জারি থাকবে ৫৬ দিনের জন্য। ডিভিশনাল ম্যানেজার অথবা স্টেশন অফিসারের থেকে আপনি এই টিকিট পেতে পারেন। খুব সহজেই আপনি ভারতীয় রেলের কাছে আবেদন জানিয়ে এই টিকিট পেতে পারেন। তবে হ্যাঁ, টিকিট কাটতে হলে কিন্তু আপনাকে কিছুদিন আগে আবেদন জানাতে হবে।

Related Articles

Back to top button