Indian Railways: আগামী ৪ দিনে বাতিল হচ্ছে একগুচ্ছ ট্রেন, পরিবর্তন হবে সময়, জেনে নিন তালিকা
নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের রঙিয়া ডিভিশনের অন্তর্গত পাঠশালা-সরুপেটা-বরপেটা রোডে উন্নয়নমূলক কাজের জন্য চার দিনের রোলিং ব্লকের পরিপ্রেক্ষিতে ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে অথবা ট্রেন বাতিল করা হয়েছে
নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের রঙিয়া ডিভিশনের অন্তর্গত পাঠশালা-সরুপেটা-বরপেটা রোড সেকশনের মধ্যে এবারে উন্নয়নমূলক কাজের জন্য চার দিনের রোলিং ব্লকে পরিপ্রেক্ষিতে কয়েকটি ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে। কয়টি ট্রেনের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে অথবা নিয়ন্ত্রণ করা হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় রেলওয়ে।
ট্রেন বাতিল :
রেলওয়ে সূত্রে খবর অনুযায়ী ২৬ ও ২৭ অগাস্ট, ২ ও ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখের রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নম্বর ১৫৭৬৯ ( আলিপুরদুয়ার জংশন-লামডিং ) ইন্টারসিটি এক্সপ্রেস, ট্রেন নং ১৫৭৭০ ( লামডিং-আলিপুরদুয়ার জংশন ) ইন্টারসিটি এক্সপ্রেস, ১৫৭৫৩ (আলিপুরদুয়ার জংশন-গুয়াহাটি) শিফুন এক্সপ্রেস, ১৫৭৫৪ (গুয়াহাটি-আলিপুরদুয়ার জংশন) সিফুং এক্সপ্রেস, ১৫৯২৮ (নিউ তিনসুকিয়া-রঙ্গিয়া) এক্সপ্রেসের ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। ২৬ আগস্ট ও ২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯২৭ (রঙিয়া-নিউ তিনসুকিয়া) এক্সপ্রেস, ২৭ আগস্ট ও ৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯৬৭ (রঙিয়া-লিডু) এক্সপ্রেস ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে।
ট্রেনের সময় পরিবর্তন :
২৬ এবং ২৭ আগস্ট, দুই এবং তিন সেপ্টেম্বর ২০২৩ তারিখে নিউ বঙ্গাইগাঁও থেকে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন ০৫৮০১ নিউ বঙ্গাইগাঁও গুয়াহাটি প্যাসেঞ্জার এক্সপ্রেস এর সময় ০৪:৪০ এর পরিবর্তে ০৬:১০ এ পুনঃ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে গুয়াহাটি নিউ বঙাইগাও ০৫৮১০ প্যাসেঞ্জার ট্রেনের সময় ০৫:০০ এর পরিবর্তে করা হয়েছে ০৬:৩০। ২৬ আগস্ট এবং ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ২২৪১১ নাহারালগুণ আনন্দবিহার টার্মিনাল এক্সপ্রেসের সময় ২১:৫০ এর পরিবর্তে ০০:৫০ ঘন্টায় পুনঃনির্ধারণ করা হয়েছে। ৩০ আগস্ট এবং ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে কামাখ্যা থেকে রওনা দেওয়ার নির্ধারিত ট্রেন ১২৫০৫ কামাখ্যা আনন্দ বিহার টার্মিনাল নর্থইস্ট এক্সপ্রেসের সময় ১২:৪০ এর পরিবর্তে ১৩:৪০ করে দেওয়া হয়েছে।
ট্রেনের নিয়ন্ত্রণ :
২৯ আগস্ট এবং ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ১৫৯৫৯ হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস এর ট্রেন ৯০ মিনিটের জন্য পথে নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে। ২৯ আগস্ট এবং ৫ সেপ্টেম্বর ১২৫০৬ আনন্দ বিহার টার্মিনাল-কামাক্ষা নর্থইস্ট এক্সপ্রেস ট্রেনটি ৬০ মিনিটের জন্য পথে নিয়ন্ত্রিত হবে। ২৮ আগস্ট এবং ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ২০৫০৩ ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনটি কামাখ্যা-গোয়ালপাড়া টাউন থেকে নিউ বঙ্গাইগাও হয়ে পথ পরিবর্তন করতে চলেছে। অন্যদিকে, পশ্চিম মধ্য রেলওয়ের পাওয়ারখেদা স্টেশনে নন-ইন্টারলকিং এর কাজের জন্য ০১৬৬৬ আগরতলা-রানী কমলাপতি স্পেশাল ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে।