
ভারতীয় রেলওয়ের তরফে বড় ঘোষণা। ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকরা এবার থেকে ট্রেন ভ্রমণে পাবেন ৫০% পর্যন্ত ছাড়। সরকারের এই নতুন পদক্ষেপে লাখো প্রবীণ যাত্রীর ভ্রমণ আরও সুলভ এবং স্বস্তিদায়ক হবে বলে মনে করা হচ্ছে।
নতুন নীতি কী বলছে
রেলওয়ের ঘোষণায় জানানো হয়েছে, বয়স ৬০ বছরের বেশি হলেই প্রতিটি যাত্রী টিকিটের অর্ধেক দামে ভ্রমণ করতে পারবেন। এই সুবিধা শুধু স্লিপার বা সাধারণ টিকিটেই নয়, বরং সকল শ্রেণিতেই পাওয়া যাবে। অর্থাৎ স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি থেকে শুরু করে ফার্স্ট এসি—সব ক্ষেত্রেই এই ছাড় কার্যকর হবে। এর ফলে প্রবীণরা দীর্ঘ যাত্রাও অনেক কম খরচে সম্পন্ন করতে পারবেন।
কেন এই সিদ্ধান্ত
সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রবীণদের আর্থিক সুরক্ষা এবং ভ্রমণের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার লক্ষ্যেই এই নীতি চালু করা হয়েছে। আগে আংশিক ছাড় দেওয়া হলেও এবার সরাসরি ৫০% হারে ভাড়া কমানো হবে। এর ফলে ট্রেনযাত্রা হবে আরও বাজেট-ফ্রেন্ডলি। পাশাপাশি, পরিবার বা একক যাত্রা—দুটো ক্ষেত্রেই এর ইতিবাচক প্রভাব পড়বে।
কোন ট্রেনে এই সুবিধা
এটি শুধুমাত্র লোকাল বা নির্দিষ্ট ট্রেনে সীমাবদ্ধ নয়। প্রবীণ যাত্রীরা এবার থেকে মেল-এক্সপ্রেস, সুপারফাস্ট, শতাব্দী, রাজধানী এবং দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনেও এই ছাড় পাবেন। এতে তাঁদের ভ্রমণ কেবল সহজ নয়, বরং আগের তুলনায় বহুগুণ সাশ্রয়ী হয়ে উঠবে।
ছাড় পাওয়ার শর্ত
এই সুবিধা পেতে কিছু শর্ত মানা জরুরি।
যাত্রীর বয়স অবশ্যই ৬০ বছরের বেশি হতে হবে।
তিনি ভারতীয় নাগরিক হতে হবে।
টিকিট কাটার সময় আধার কার্ড বা অন্য বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
বয়স যাচাইয়ের জন্য পরিচয়পত্রকেই একমাত্র প্রমাণ হিসেবে ধরা হবে।
এই শর্তগুলি পূরণ করলেই প্রবীণরা সহজেই ছাড় পাবেন, হোক তা অনলাইন বুকিং বা অফলাইন কাউন্টার থেকে টিকিট কাটা।
পরিকল্পনার বিশেষত্ব
রেলওয়ে কর্তৃপক্ষ মনে করছে, এই পদক্ষেপে প্রবীণদের জীবনযাত্রা অনেক সহজ হবে। তাঁদের চিকিৎসা, সামাজিক কিংবা পারিবারিক প্রয়োজনে ভ্রমণের খরচ এখন থেকে অর্ধেক হয়ে যাবে। সরকার মনে করছে, এটি একদিকে যেমন সামাজিক কল্যাণের দিক থেকে ইতিবাচক, অন্যদিকে দেশের প্রবীণ নাগরিকদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের প্রতীকও বটে।