দেশনিউজ

লখনউ স্টেশনে ‘হেল্থ এটিএম’ বসালো ভারতীয় রেল

লখনউ : ‘ফিট ইন্ডিয়া’ কর্মসূচিকে সামনে রেখে উত্তরপ্রদেশের লখনউ স্টেশনে দুটি হেল্থ এটিএম বসালো ভারতীয় রেল। কিয়স্ক পদ্ধতিতে এই এটিএম পরিচালনা করবে য়োলো হেল্থ এটিএম। গত ৪ নভেম্বর ভারতীয় রেলের পক্ষ থেকে এই এটিএমগুলো বসানো হয়েছে। এই এটিএমগুলো থেকে স্বাস্থ্য সংক্রান্ত মোট ১৬ টি পরিষেবা পাওয়া যাবে। তার জন্য অবশ্য দিতে হবে নির্ধারিত মূল্য। বর্তমানে দুই ধরনের স্বাস্থ্য পরীক্ষার সুযোগ রয়েছে এটিএমগুলোতে। ৯ মিনিটের স্বাস্থ্য পরীক্ষার জন্য ১০০ টাকা ৬ মিনিটের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫০ টাকা করে দিতে হবে গ্রাহককে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত রিপোর্ট তৎক্ষণাৎ গ্রাহকের দেওয়া মোবাইল নাম্বারে বা মেল আইডিতে চলে যাবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

প্রাথমিক ভাবে লখনউতে এই এটিএম খোলা হলেও দেশের বিভিন্ন জায়গায় পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রেল। খুব শীঘ্রই মোরদাবাদ, গোরক্ষপুর, প্রয়াগরাজ, গোন্ড ও বস্তি স্টেশনে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Articles