Indian railways: ভারতীয় রেলে যাত্রা করলে ‘এরা’ পাবেন অতিরিক্ত ছাড়, জেনে নিন কিভাবে করবেন ছাড়ের আবেদন
ভারতের কিছু বিশেষ মানুষদের জন্য নিয়ে আসা হয়েছে এই বিশেষ পরিকল্পনা
ভারতীয় রেল এই মুহূর্তে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হয়ে উঠেছে। ভারতীয় রেলের প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন। তাদের যাত্রীদের জন্য বিভিন্ন শ্রেণীর কোচে বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে ভারতীয় রেল। তবে বিশেষ কয়েকজন যাত্রীকে কিছু বিশেষ সুবিধা দেওয়া হয় রেলের তরফ থেকে। শিক্ষার্থী থেকে শুরু করে নির্দিষ্ট কিছু রোগে আক্রান্ত রোগী সবাই এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়াও এই তালিকা অনুযায়ী ট্রেনের টিকিট-এ বিশেষ ছাড় পেয়ে থাকেন দিব্যাঙ্গজনরা। তাহলে চলুন এই ছাড়ের ব্যাপারে বিস্তারিত তালিকা জেনে নেয়া যাক।
এরা পাবেন বিশেষ ছাড়
দিব্যাঙ্গজন মানসিক প্রতিবন্ধী এবং সম্পূর্ণ অন্ধ যাত্রীদের ট্রেনের টিকিটে অতিরিক্ত ছাড় দিয়ে থাকে ভারতীয় রেল। এই ধরনের যাত্রীদের সাধারণ ক্লাস স্লিপার এবং এসি তৃতীয় শ্রেণীতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়ে থাকে। অন্যদিকে এসি প্রথম শ্রেণী এবং এসি দ্বিতীয় শ্রেণীতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেয়ে থাকেন এই যাত্রীরা। কিছু ট্রেনের এসি তৃতীয় শ্রেণি এবং এসির চেয়ার কারে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় এই ধরনের যাত্রীদের। এর পাশাপাশি যদি এই যাত্রীদের সঙ্গে কোন এসকর্ট থাকেন তাহলে তিনিও ট্রেনের টিকিটে একই ডিসকাউন্ট পেয়ে থাকেন। অন্যদিকে যারা কথা বলতে পারেন না অথবা শুনতে পারেন না তারা ট্রেনের টিকিটে ৫০ শতাংশ ছাড় পেয়ে থাকেন জেনারেল, স্লিপার এবং এসি তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে।
এছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা ট্রেনের টিকিটের বিভিন্ন ধরনের ছাড় উপভোগ করতে পারেন। ক্যান্সার, হৃদয় রোগ, থ্যালাসেমিয়া, কিডনি সমস্যায় ভুগছেন এমন রোগী, হিমোফিলিয়া, এইডস রোগী, টিবি রোগী, রক্তশূন্যতা ও অ্যাপ্লাসটিক অ্যানিমিয়া রোগী এবং অস্টিওমি রোগীরা ট্রেনের বিভিন্ন কামরায় পেয়ে থাকেন অতিরিক্ত ছাড়।