নিউজরাজ্য

লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওয়েটিং লিস্ট, ঝড়ের গতিতে ফুরিয়ে যাচ্ছে টিকিট, শিয়ালদহ থেকে কোন নতুন রুটে ছুটছে এই নতুন ট্রেনটি?

এই নতুন রুটে ট্রেন চালিয়ে দারুণ মুনাফা বাড়ছে পূর্ব রেলের

Advertisement

উত্তরবঙ্গের ঝুলিতে আসতে চলেছে আরও একটি নতুন ট্রেন। খুব শীঘ্রই সূচনা হতে চলেছে শিয়ালদহ থেকে বালুরঘাট রুটের আরো একটি নতুন ট্রেনের। আর এই ট্রেন চালু হতে না হতেই টিকিটের চাহিদা একেবারে তুঙ্গে। এই নতুন রুটে ট্রেন চালু করে রেলের মুনাফা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। মাননীয় রেল মন্ত্রি শ্রী অশ্বিনী বৈষ্ণব বালুরঘাট অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের সুবিধার জন্য এই নতুন ট্রেন চালু করেছেন। শিয়ালদহ থেকে বালুরঘাট রুটে এই এক্সপ্রেস ট্রেন চালানো হবে বলে জানা যাচ্ছে। এই ট্রেনের শুভ সূচনার পরেই এই অঞ্চলের মানুষের থেকে ব্যাপক সাড়া মিলেছে। ২০ জানুয়ারি থেকে ৩০ শে জানুয়ারি পর্যন্ত থার্ড এসি এবং সেকেন্ড এসির জন্য প্রচুর ওয়েটিং লিস্ট চলছে এই মুহূর্তে।

নতুন এই রুটের এই ট্রেনে স্লিপার বার্থ এর সংখ্যা ৩২০ টি রয়েছে। কিন্তু তবুও স্লিপারের জন্য ওয়েটিং লিস্ট অনেকটাই লম্বা হয়ে গিয়েছে। এছাড়াও ফাস্ট এসি ক্লাসের জন্যও কিন্তু ভালই ওয়েটিং লিস্ট রয়েছে। এই ট্রেনটি প্রথম থেকেই এইচ এল বি রেক দ্বারা পরিচালিত হবে। ফলে গতি অনেক বেশি হবে এবং যাত্রীরা অনেক আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা পাবেন বলে আশা করা হচ্ছে।

উত্তরবঙ্গের এই ট্রেনটির প্রতি মানুষের আকর্ষণ ক্রমাগত বাড়ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই বছরের শেষ নাগাদ এই রুটে আরও একটি ট্রেন চালানোর পরিকল্পনা করছে রেল। যাত্রীদের কাছ থেকে এরকম অভাবনীয় সাড়া পেয়ে পূর্ব রেল কর্তৃপক্ষ সত্যি অত্যন্ত অভিভূত।

Related Articles

Back to top button