করোনা আতঙ্কের মধ্যেই ইটালিতে আটকে ছিল বহু ভারতীয় পড়ুয়া। ইতালিতে থাকা ২১১ জন পড়ুয়াকে বিশেষ বিমানে ফিরিয়ে আনা হল ভারতে। ঘরবন্দি অবস্থায় ইতালিকে থাকা পড়ুয়াদের অপেক্ষা ছিল দেশে ফেরার। আর দেশে ফেরার আশায় তারা ক্রমাগত ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগের চেষ্টা করে, অবশেষে আজ বিশেষ বিমানে ইটালির মিলান থেকে ভারতীয় ২১১ পড়ুয়া দেশে ফিরলেন।
এই মারণ ভাইরাসে সব থেকে ভয়াবহ পরিস্থিতি চিন, জাপান, ইরানে, তাই কেন্দ্রের উদ্যোগে সেখানে আটকে পড়া ভারতীয়দের বিশেষ বিমানে ফিরিয়ে আনে৷ চিন এবং ইতালিতে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে, চারিদিকে মানুষের হাহাকার৷ পর্যটকপ্রিয় শহর ইটালিতে পড়ুয়া ছাড়াও আরও ৭ জন ভারতীয় আটকে গেছিল, তাদেরও ফেরানো হয়েছে।
আরও পড়ুন : করোনার থাবাতে সদ্যোজাত শিশু, চলছে চিকিৎসা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনের পর ইউহানকে বিশ্বজুড়ে হওয়া এই মহামারীর উপকেন্দ্র হিসেবে ঘোষণা করল। ইটালিতে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ১,৪১১ জন। ভারতেও দিনে দিনে বাড়ছে করোনাআক্রমণের সংখ্যা। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩, মৃত্যু হয়েছে ২ জনের। রবিবার নতুন করে ৫ জন আক্রান্ত হয়েছে।মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩১। ৮টি রাজ্যে বিভিন্ন স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।
সতর্কতা অবলম্বনে সাতটি দেশ থেকে ভারতে যাতায়াতের সমস্ত বিমান বাতিল করে দেওয়া হয়েছে,
৩০ এপ্রিল পর্যন্ত কুয়েত ও ইটালি থেকে ভারতে আসার সমস্ত বিমান বাতিল বলে ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া।
তবে ফিরিয়ে আনা ভারতীয়দের এখনই বাড়ি যেতে দেওয়া হবে না। তাদের প্রথমে বিমানবন্দরের কাছে কোয়ারেন্টাইনে রাখা হবে ১৪ দিন, তার পর তাদের শরীরে করোনার সংক্রমণ আছে কি না তা দেখতে পরীক্ষা করা হবে, যদি করোনা ধরা না পড়ে তবেই তারা বাড়ি যেতে পারবে।