দেশনিউজ

চিনকে চ্যালেঞ্জ জানাতে মার্কিন নৌসেনার সঙ্গে যৌথ মহড়ায় সামিল নয়াদিল্লি

ভারতীয় নৌবাহিনীর সঙ্গে এবার যৌথ নৌ-মহড়া দেবে আমেরিকার নেভি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এই নৌবাহিনীর নেতৃত্বে রয়েছে UNS নিমিট্জ।

Advertisement

ভারত ও চিনের সেনাবাহিনীর সংঘর্ষের পর উত্তপ্ত সীমান্ত। এরই মাঝে চলতি সপ্তাহে ভারতীয় যুদ্ধ জাহাজগুলির সঙ্গে এবার একজোট হয়ে নৌ-মহড়া দিতে উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জানা গিয়েছে, ভারতীয় নৌবাহিনীর সঙ্গে এবার যৌথ নৌ-মহড়া দেবে আমেরিকার নেভি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এই নৌবাহিনীর নেতৃত্বে রয়েছে UNS নিমিট্জ।

জানা গিয়েছে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ নৌ-মহড়ার পর পরবর্তী মালাবার নৌ-মহড়ায় ভারত ছাড়াও অংশ নেবে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান। বিশেষ সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন ফ্লিট  বর্তমানে আন্দামান ও নিকোবর দীপপুঞ্জের মহড়া করছে। চলতি সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত দুই দেশের নৌসেনা যৌথ মহড়া শুরু করবে।

পরমাণু শক্তি দ্বারা চালিত UNS নিমিট্জ জাহাজ বিশ্বের অন্যতম বৃহত্তম যুদ্ধজাহাজ। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের মূল ভূখণ্ড থেকে ১২০০ কিমি দূরে অবস্থিত আন্দামান ও নিকোবর দীপপুঞ্জ থেকে আরও ৩৫০ কিমি দূরে অবস্থিত মালাক্কা প্রণালী যাত্রা করে চিনের তৈল আমদানিকারী জাহাজ। তাই আন্দামান ও নিকোবর দীপপুঞ্জকে আরও বেশি নজরে রাখতে চাইছে নয়াদিল্লি। এবার চিনকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতীয় নৌসেনার সঙ্গে যৌথ মহড়ায় সামিল হবে মার্কিন নৌসেনা।

Related Articles

Back to top button