Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারতের অক্সিজেন আকালে পাকিস্তান সাহায্য করতে চায়, ইমরান খানকে জানাল পাকিস্তানবাসী

Updated :  Saturday, April 24, 2021 11:45 AM

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে ভারত। প্রায় প্রতিদিন সংক্রমণ লাফিয়ে বাড়ছে। বর্তমানে ২৪ ঘন্টায় সংক্রমণ প্রায় সাড়ে ৩ লাখের গণ্ডি স্পর্শ করেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে হঠাৎ করে করোনা অ্যাক্টিভ কেস বেড়ে যাওয়ায় রীতিমতো ধসে পড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। করোনা রোগীদের জন্য বেড পাওয়া যাচ্ছে না। হাসপাতালগুলির বাইরে লম্বা লাইন রোগীদের। হাসপাতালগুলিতে সঠিক সময়ে অক্সিজেন পৌঁছাচ্ছে না। আর তার জেরে রোগী মৃত্যুর হার লাফিয়ে বাড়ছে। ভারতে অক্সিজেনের আকাল নিয়ে জোর চর্চা চলছে কিছুদিন ধরেই। বিভিন্ন ভারতের হাসপাতাল অক্সিজেনের দরকার বলে জরুরী ভিত্তিতে টুইট করেছে। এমনকি প্রতিবেশী দেশ পাকিস্তানের টুইটারে #IndiaNeedsOxygen হ্যাশট্যাগ ট্রেন্ডিং লিস্টে আছে।

ভারতের অক্সিজেনের আকাল দেখে প্রতিবেশী পাকিস্তানবাসীরা তাদের প্রধানমন্ত্রী ইমরান খানকে অনুরোধ করেছে যে যাতে পাকিস্তান ভারতকে অক্সিজেন যোগান ও সরবরাহে সাহায্য করে। আসলে গতকাল এই অক্সিজেনের অভাবে মর্মান্তিক ঘটনা ঘটেছিল দিল্লি গঙ্গারাম হাসপাতালে। সেখানে অক্সিজেনের লো প্রেসার হয়ে যাওয়ার জন্য ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল এবং ৬০ জন রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠেছিল। এছাড়াও বিভিন্ন হাসপাতাল থেকে বারবার টুইট আসছে যে তাদের কাছে কিছুক্ষণ অর্থাৎ ১ ঘন্টা বা ২ ঘন্টার জন্য অক্সিজেন আছে। এই পরিস্থিতিতে মানুষের জীবন বিপন্ন হচ্ছে শুধুমাত্র অক্সিজেনের চাহিদার জন্য।

ভারতে অক্সিজেনের আকাল সুপ্রিম কোর্টের কানেও গেছে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকারকে খুব তাড়াতাড়ি একটি ন্যাশানাল প্ল্যান বানাতে হবে যাতে ভারতে অক্সিজেন সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সঠিকভাবে হয়।