গোটা বিশ্বে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসে সংক্রমণের হার। মৃত্যুও হয়েছে ৫০ জনের। করোনার জেরে লক ডাউন বিধি ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২৪ মার্চ মধ্যরাত থেকে আগামী ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই লক ডাউন বিধির স্থায়িত্বকাল। তবে লক ডাউনের মধ্যেই ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার আক্রান্ত পৌঁছে গেল ৩০০০ হাজারের কাছাকাছি।
তবে তার মধ্যেও খুশির খবর, গত ৩ এপ্রিল ভারতের সবচেয়ে বেশি বয়সের দম্পতি, তারা করোনার যুদ্ধে জয়ী হয়েছেন। যেখানে অহরহ মৃত্যু হয়েই চলেছে করোনার প্রকোপে, সেখানে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন এক দম্পতি যাদের মধ্যে স্বামী থমাসের বয়স ৯৩ বছর এবং স্ত্রী মারিয়াম্মার বয়স ৮৮ বছর।
এই দম্পতি গত ৯ মার্চ থেকে হাসপাতালে চিকিৎসাধীন, চিকিৎসক সজিথ কুমার ও তাঁর দলের নিরলস প্রচেষ্টায় ওই দম্পতি সুস্থ। হাসপাতালের সবাইকে তাঁরা সাধুবাদ জানিয়েছেন, এবং কৃতজ্ঞতা স্বীকার করেছেন। তাঁদের আগামী ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।