Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারতের একমাত্র সোনালী বাঘ! মুহূর্তে ভাইরাল অপূর্ব প্রাণীর ছবি

Updated :  Monday, July 13, 2020 9:25 AM

সোশ্যাল মিডিয়ায় সচরাচর এমন অনেক ছবি ভাইরাল হয়ে থাকে, যা নজর কাড়ে সাধারণ মানুষের। যেমন, কিছুদিন আগেই একটি ব্ল্যাক প্যান্থার এর ছবি ভাইরাল হয়েছিল। অনেকে সেটিকে আবার তুলনা করেছিলেন মোঙ্গলির জীবনের চরিত্র বাগিরার সঙ্গে।

সম্প্রতি এমন আরও একটি ছবি ভাইরাল হয়েছে যা দেখে রীতিমতো অবাক নেটদুনিয়া। ছবিটি কাজিরাঙা অভয়ারণ্যের একটি সোনালী বাঘের। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ময়ুরেশ হেন্দ্রের তোলা ছবিটি শেয়ার করেছেন আইএফএস অফিসার প্রবীন কাসওয়ান।

ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, “আপনারা কি জানেন আমাদের দেশে একটি সোনালী বাঘও আছে? দেখুন তার ছবি এবং তার অপরূপ সৌন্দর্য।” জানা গিয়েছে এই বিরল প্রজাতির বাঘটি স্ট্রবেরি টাইগার নামেও পরিচিত। অসাধারণ গায়ের রং এর জন্য তাকে আদর করে ট্যাবি টাইগারও বলা হয়ে থাকে। ওই আধিকারিক আরও জানিয়েছেন যে, একাধিক প্রাণীর জিনের মিউটেশনের ফলেই এইরকম প্রাণীর জন্ম হয়। এই বিরল প্রজাতির বাঘের ছবি পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেটি। শুধু তাই নয় প্রশংসায় পঞ্চমুখ হয়েছে গোটা নেট দুনিয়া।