ইন্দোনেশিয়াঃ বিশ্বে মোট করোনা আক্রান্ত তিন কোটি। সব মিলিয়ে মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ৯৯১জন । মোট মৃত্যু ৯ লক্ষ ৩৯ হাজার ৩৬৪। সুস্থ হয়েছেন মোট ২ কোটি ১৫ লক্ষ ৪৮ হাজার ২৩১। সব মিলিয়ে এখন ৫.৪ কোটি নমুনা পরীক্ষা করা হয়েছে। আমেরিকার পর দ্বিতীয় নম্বরে রয়েছে ভারত। প্রতিদিন যে হারে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে তাতে চিন্তা বাড়ছে দেশের আম জনতার।
আগের সপ্তাহের প্রথমেই ব্রাজিলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে আসে ভারত। আর এই ভয়াবহ পরিস্থিতিতেও এমন অনেকে আছেন যারা বিনা মাস্কে এদিক ওদিক ঘুড়ে বেড়াচ্ছেন। কিন্তু এবার মাস্ক না পড়লে কঠোর শাস্তি দিচ্ছে ইন্দোনেশিয়া, মাস্ক না পরলে সোজা পাঠিয়ে দেওয়া হচ্ছে কবরস্থানে। এখানেই শেষ নয় দিনে যতবার করোনা আক্রান্তের দেহ আসবে, ততবার সেই সেই ব্যক্তিকেই কবর খুঁড়তে হবে।
দেশের মানুষকে শিক্ষা দিতে আনা হয়েছে এই নয়া নিয়ম। এছাড়াও এমন কয়েকজনকে কবরস্থানের দারোয়ানের কাজও দেওয়া হয়েছে, বাকিদের দেওয়া হয়েছে কবর খোঁড়ার। সারা পৃথিবীতে মারাত্মকভাবে করোনা সংক্রমণ ছড়ানোর পরেও দোকানে বাজারে এমন অনেককেই দেখা যায় যাঁরা হয় মাস্ক পরেননি, নয়তো ঠিক ভাবে পরেননি। তাই তাদের শিক্ষা দিতেই এই নয়া নিয়ম।
স্থানীয় প্রশাসনের বক্তব্য, “এমনিতেই এখন কবর খোঁড়ার লোকের অভাব। এঁরা যে ভাবে বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছেন তাতে তো সংক্রমণের আশঙ্কা আরও বাড়ছে। তাই এঁদেরই এই কাজে লাগানো হয়েছে”। দেশের মানুষ ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশের মানুষরাও যাতে এই ঘটনা দেখে শিক্ষা নেয় সেই নিয়ে আশাবাদী ইন্দোনেশিয়া, তাই রাতারাতি প্র্যোগ করা হয়েছে এই কঠোর নিয়ম।