ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও এখনো দাপিয়ে অভিনয় করে বেড়াচ্ছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। বর্তমানে ছোটপর্দার শ্রীময়ী তিনি। ‘শ্রীময়ী’ শেষ করে একমাসের লম্বা বিরতিতে রয়েছেন অভিনেত্রী। সম্ভবত ফেব্রুয়ারি মাস থেকেই আবারো কাজে ফিরছেন তিনি। বড়পর্দার কাজও হাতে রয়েছে তার। এই এক মাস বিরতির পর তিনি যে পুরোদমে কাজে ফিরবেন তা স্পষ্ট। একজন অভিনেত্রী হিসেবে তিনি ভীষণভাবে সফল। তবে সম্প্রতি একরাশ লোকের মাঝে অভিনেত্রী যা বললেন, তা শুনে চোখ কপালে উঠেছে নেটনাগরিকদের।
বছরের প্রথম দিনে কোন একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার ওরফে পর্দার শ্রীময়ী। সেখানেই হাজার হাজার মানুষের সামনে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা গান ‘ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’কে রবীন্দ্রসঙ্গীত হিসেবে চালিয়ে দিয়েছেন অভিনেত্রী। মঞ্চে তার গান গাওয়ার ভঙ্গিও পছন্দ হয়নি দর্শকদের। সম্প্রতি সেই ভিডিও নেটদুনিয়ায় শেয়ার হতেই তুমুল কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী।
অভিনেত্রীর এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই একাধিক কটাক্ষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নেটিজেনরা ছুঁড়ে দিয়েছেন তার দিকে। এমন কালজয়ী গানকে একরাশ লোকের মাঝে অপমান করার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। তারেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। অভিনেত্রীর এমন কাণ্ডের কথা শুনেছি ছিঃ ছিঃ করেছেন অনেকেই। আবার অনেকে তাকে বাঙালির লজ্জা বলেও দাবি করেছেন। ভাইরাল হওয়া ভিডিওর কমেন্ট বক্স দেখলেই স্পষ্ট হবে সবটা। মানুষ যে এই ঘটনায় অভিনেত্রীর উপর বেশ মনোক্ষুন্ন হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি এই ঘটনার সূত্র ধরেই নেটিজেনদের মাঝে তুমুল চর্চার মধ্যে রয়েছেন অভিনেত্রী।














Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained