ঘনিষ্ঠ বন্ধুদের সাথে ঘরোয়া অনুষ্ঠানে মায়ের জন্মদিন পালন করলেন ছোটপর্দার শ্রীময়ী ইন্দ্রানী

টলিউড জগতে অন্যতম বড়ো একজন অভিনেত্রী হলেন ইন্দ্রানী হালদার। তিনি বহুদিন ধরেই তার অভিনয় দক্ষতার মাধ্যমে এই ইন্ডাস্ট্রিকে একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে গেছেন। তিনি এখন বর্তমানে কাজ করছেন শ্রীময়ী…

Avatar

By

টলিউড জগতে অন্যতম বড়ো একজন অভিনেত্রী হলেন ইন্দ্রানী হালদার। তিনি বহুদিন ধরেই তার অভিনয় দক্ষতার মাধ্যমে এই ইন্ডাস্ট্রিকে একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে গেছেন। তিনি এখন বর্তমানে কাজ করছেন শ্রীময়ী ধারাবাহিকে যেটি বর্তমানে ছোটপর্দার সবথেকে জনপ্রিয় সিরিয়ালের মধ্যে একটি। সবেমাত্র তিনি ৫০ বছরে পা দিলেন। তবে গ্ল্যামার এখনো একই রয়েছে।

দূরদর্শনের মহালয়ার অনুষ্ঠান মহিষাসুর মর্দিনি থেকে শুরু। তারপর থেকেই প্রত্যেকটি বাঙালির মনে জায়গা করে নিয়েছিলেন ইন্দ্রানী। তবে, তাকে আমরা আবারো ছোট পর্দায় দেখতে পেলাম সীমা রেখা ধারাবাহিকের পর। তার অভিনীত গোয়েন্দা গিন্নি ধারাবাহিকটি অত্যন্ত জনপ্রিয় ছিল একটা সময়ে। আর তারপরই আমরা তাকে পেলাম বাংলা সিরিয়ালের শ্রীময়ী হিসেবে।

তবে এবারে অত্যন্ত কাছের বেশ কিছু বন্ধুদের সঙ্গে ইন্দ্রানী হালদার নিজের মায়ের জন্মদিন পালন করলেন। একটি কেক নিয়ে আসে সেটাকে কেটে সেলিব্রেট করা হলো এবং বাড়িতে ছোট করে অনুষ্ঠান করা হলো। মাকে তার জন্মদিনে সারপ্রাইজ দিয়ে একেবারে চমকে দিলেন ইন্দ্রানী। একই ভাবে তার মাও এই উপহার পেয়ে খুব খুশি।