Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জি বাংলার ‘দিদি নম্বর ১’কে টেক্কা দিতে নতুন রিয়্যালিটি শো নিয়ে হাজির ইন্দ্রানী হালদার

Updated :  Tuesday, September 6, 2022 12:05 PM

জি বাংলার পর্দায় দীর্ঘদিন ধরেই অনুষ্ঠিত হচ্ছে ‘দিদি নম্বর ১’। মহিলাদের নিয়ে এই গেম রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকা রচনা ব্যানার্জীর জনপ্রিয়তা দর্শকমহলে নেহাতই কম নয়। নিত্য নতুন এপিসোডে নতুন নতুন দিদিদের গল্প নিয়ে উপস্থিত থাকেন অভিনেত্রী। তবে এবার তাকে টেক্কা দিতেই একই চ্যানেলে আসছেন ইন্দ্রানী হালদার। শোনা যাচ্ছে, জি বাংলারই অন্য এক গেম রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকা হিসেবে দেখা মিলবে পর্দার গোয়েন্দা গিন্নির। তবে এই প্রসঙ্গে এখনই মুখ খুলতে নারাজ ইন্দ্রানী হালদার।

শেষ সুদীপ দাসের ‘কুলের আচার’এ দেখা মিলেছিল ইন্দ্রানী হালদারের। মধুমিতা সরকারের শাশুড়ির ভূমিকায় ছিলেন তিনি। ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে, সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। তবে মাঝে শোনা গিয়েছিল, পর্দার শ্রীময়ী জি বাংলায় আবারো ‘গোয়েন্দা গিন্নি সিজন ২’ নিয়ে ফিরতে চলেছেন। তবে এখনই যে জি বাংলার পর্দায় গোয়েন্দা গিন্নি ফিরছেন না, সেকথা অবশ্য স্পষ্ট হয়েছে। আপাতত জানা গেছে, যে রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকা হিসেবে দেখা মিলবে তার সেটের লুক ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। পাড়ায় পাড়ায় ঘুরেই পাড়ার দিদিদের সাথে হবে খেলা। তবে এই প্রসঙ্গে অভিনেত্রীর সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যাপারটিকে ক্রমশ প্রকাশ্য হিসেবেই রেখেছেন।

নতুন রূপে পর্দার শ্রীময়ীর কামব্যাকের কথা শুনে খুশি তার ভক্তরাও। তবে ‘গোয়েন্দা গিন্নি সিজন ২’এর জন্য তার ভক্তদের অপেক্ষা যে আরও একটু বেড়ে গেল, তা আপাতত স্পষ্ট সকলের কাছেই। তবে কি ইন্দ্রানী হালদার ও রচনা ব্যানার্জীর মধ্যে জোরদার টক্কর হতে চলেছে জি বাংলার পর্দায়! উত্তরের অপেক্ষায় দর্শকরাও। উল্লেখ্য, মৈনাক ভৌমিকের আসন্ন ছবি ‘ছুটকি’তেও দেখা মিলতে চলেছে ইন্দ্রানী হালদারের।