Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেশে নরেন্দ্র মোদীর জয় নিয়ে উঠে এলো চাঞ্চল্যকার তথ্য, প্রকাশ করলেন নোবেলজয়ী অভিজিত্‍

বিনোদ পালঃ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পর এবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়কে আক্রমনাত্মক ভাষায় আক্রমন করেন বিজেপি।ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় ট্যুইটে বলেন-অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বাঙালি না মারাঠি? তাঁর জন্মস্থান কলকাতায় নাকি…

Avatar

বিনোদ পালঃ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পর এবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়কে আক্রমনাত্মক ভাষায় আক্রমন করেন বিজেপি।ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় ট্যুইটে বলেন-অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বাঙালি না মারাঠি? তাঁর জন্মস্থান কলকাতায় নাকি মহারাষ্ট্রে?

তিনি আরো প্রশ্ন করেন অভিজিত্‍ কেন নামের মাঝে বিনায়ক ব্যবহার করেন? শুধু তিনিই নন কেন্দ্রীয় রেল ও বাণিজ্যমন্ত্রী পীযুশ গয়াল ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিশুদ্ধি নিয়েও প্রশ্ন উঠিয়েছেন। তিনি বলেন, ‘অভিজিত্‍ কংগ্রেসের ন্যায় প্রকল্পের অনেক গুণগান করেছিলেন। কিন্তু দেশবাসী সেই ন্যায় প্রকল্পকে ছুড়ে ফেলে দিয়েছে। এর থেকেই বোঝা যায় অভিজিতের বোধবুদ্ধি কোন স্তরের।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অবশেষে বারবার এরম সমালোচনার সম্মুখীন হওয়ার পর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও নরেন্দ্র মোদীকে নিয়েও মুখ খুললেন।”মানুষ নরেন্দ্র ভোট দিয়েছেন কারণ আর কোনও জনপ্রিয় নেতা ছিল না। জোরাল বিরোধী শক্তি এই মুহূর্তে দেশে প্রয়োজন। নাহলে গণতন্ত্রের জন্য তা ভালো হবে না। সরকারী নীতির ফলে নির্বাচনী জয় হয়, এমন তত্ত্ব মানতে রাজী নয় তিনি” এক বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকারে ঠিক এমনটাই মত প্রকাশ করেন নোবেলজয়ী।

তিনি আরো বলেন যে, বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রস্তাবিত ‘ন্যায়’ প্রকল্পের অন্যতম রূপকার ছিলেন তিনি এবং ন্যায়তে শুধুমাত্র স্কিম ডিজাইন তিনি করেছেন।’ তবে সাথে সাথে কংগ্রেসের ও সমালোচনা করেছেন তিনি। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রতি তথাগত রায়ের এমন কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা করেন বহু মানুষ।

About Author