Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অমানবিক পুলিশ! এসএসকেএমে ক্যান্সার রোগীর গাড়ির সামনে পুলিশি কাঁটা

Updated :  Saturday, November 7, 2020 6:41 PM

কলকাতা: এসএসকেএম হাসপাতালে অমানবিক পুলিশ। ক্যান্সার আক্রান্ত রোগীর গাড়িতে কাঁটা লাগিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। চার ঘন্টা ধরে ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু রোগী গাড়িতেই বসে থাকতে বাধ্য হয়।

আজ, শনিবার বাঁকুড়া থেকে ক্যান্সার আক্রান্ত এক রোগীকে তার পরিবার এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে এসেছিল রেডিওথেরাপি দেওয়ার জন্য। চিকিৎসা পদ্ধতি শেষ হয়ে যাওয়ার পর বাড়ি ফেরার সময় ঘটে বিপত্তি। হঠাৎ পুলিশের পক্ষ থেকে রোগীর পরিবারের গাড়িতে কাঁটা লাগিয়ে দেওয়া হয়। যার ফলে দীর্ঘ চার ঘন্টা ধরে গাড়ির মধ্যেই ক্যান্সারে আক্রান্ত ওই মুমূর্ষু রোগী বসে থাকেন। পরিবারের পক্ষ থেকে পুলিশকে কাঁটা তুলে নেওয়ার জন্য বহুবার অনুরোধ করা হলেও পুলিশ তাতে কর্ণপাত করেনি বলে রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে।

তবে সেই অভিযোগ কার্যত অস্বীকার করেছে পুলিশ। কাঁটা লাগার কারণ কী তা জানতে চাওয়া হলে সংবাদমাধ্যমকে কলকাতা পুলিশ জানিয়েছে, যেসব জায়গায় গাড়িতে কাঁটা লাগানো হয়েছে, সেসব জায়গা আসলে পার্কিং জোন নয। এ কথা বহুবার রোগীদের পরিবারকে জানানো সত্ত্বেও তারা তাদের গাড়ি ওখানে রাখে। যার ফলে পুলিশের পক্ষ থেকে কাঁটা লাগিয়ে দেওয়া হয়। এমনকি রোগী থাকাকালীন গাড়িতে কাঁটা লাগানোর যে অভিযোগ পরিবারের পক্ষ থেকে আনা হয়েছে, সেই অভিযোগ অস্বীকার করে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রোগী থাকাকালীন কাঁটা লাগানো হয়নি ওই গাড়িতে।

কিন্তু পুলিশের এই স্বীকারোক্তি আসলে যে সত্যি নয়, তার প্রমাণ দিয়েছে এসএসকেএমের সামনে দাঁড়িয়ে থাকা অসংখ্য এমন গাড়ি, যেখানে রোগী রয়েছে কিন্তু তা সত্ত্বেও তাদেরকে বাড়ি ফিরতে দেওয়া হচ্ছে না। কলকাতা পুলিশের পক্ষ থেকে সেইসব গাড়িতে কাঁটা লাগিয়ে দেওয়া হয়েছে। এসএসকেএম হাসপাতালে সামনে পার্কিং জোন নেই। তাই বাধ্য হয়েই রোগীর পরিবার অন্য জায়গায় গাড়ি রাখে। কিন্তু এই পরিস্থিতি বুঝতে না পেরে কলকাতা পুলিশ যে অমানবিক চেহারা সকলের সামনে তুলে এনেছে, তা নিন্দনীয় এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।