পর্যটকদের কাছে কলকাতাকে আরো আকর্ষনীয় করে তুলতে এবার নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। রাজ্য পর্যটন দফতরের তরফে এবারে কলকাতার ২১ টি স্থান ঘুরে দেখার জন্য শুরু করা হয়েছে একটি পাস। এই এক পাসের মাধ্যমে সবাই কলকাতা ভ্রমণ করতে পারবেন। এই পাসের ব্যাপারে এবারে পুরো তথ্য দিলেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলছেন, বাইরে থেকে যারা আসেন এই কলকাতায় ভ্রমণ করতে তাদের জন্যই এই পাস চালু করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে এই পাস চালু হবে বলে জানা গিয়েছে।
বাবুল সুপ্রিয় বলছেন, “কলকাতার ২১টি দর্শনীয় স্থানে যাবে ওই পাস কাছে থাকলে। ওই পাস-এর জন্য দিতে হবে ৪৯৫ টাকা। এর ফলে পর্যটকের অনেক টাকার সাশ্রয় হবে। কারণ আলাদা করে কোনও একটি স্থানে ঢুকতে গেয়ে যে পরিমাণ টাকা নেওয়া হয় পাস থাকলে সেই খরচ এক ধাক্কায় অনেকটাই নেমে যাবে। এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধে হল, পাস থাকলে তা ৭ দিন তা ব্যবহার করা যাবে।”
কিন্তু যদি কেউ ২১টি জায়গায় না যেতে চান, সেক্ষেত্রে কি করা যাবে? রাজ্য পর্যটন দফতরের ওয়েবসাইটে গেলে যদি আপনি ইন্টিগ্রেটেড পাসের অপশনে ক্লিক করেন, তাহলেই তিনি সমস্ত জায়গার লিস্ট পেয়ে যাবেন। তিনি সেখান থেকে পছন্দ মতো জায়গা সিলেক্ট করে নিতে পারেন। তবে সেখত্রে খরচ অনেকটাই কম হবে।
কিন্তু টিকিটের দাম কতটা কমবে? বাবুল সুপ্রিয় জানাচ্ছেন, টিকিটের মূল্য অনেকটাই কমবে এই পাস থাকলে। যেমন, নিউ টাউনের ওয়্য়াক্স মিউজিয়ামে ঢুকতে গেলে একজনের টিকিটের দাম পড়ে ২৫০ টাকা। ইন্ট্রিগেটেড পাস থাকলে মিউজিয়ামে ঢোকার খরচ কমে হয়ে যাবে ৫০ টাকা। নিকো পার্কে সাধারণভাবে ঢুকতে গেলে খরচ হয় ৩০০ টাকা। ইন্ট্রিগেটেড টিকিট থাকলে সেই দাম কমে হবে মাত্র ২৫ টাকা। পর্যটন দফতরের পরিকল্পনা রয়েছে যাদের হাতে ওই টিকিট থাকবে তাদের আলাদা লাইন করে ঢোকানোর ব্যবস্থা হবে।