মহাকাশে কেমন দেখায় সূর্যোদয়ের মূহুর্তকে, কেমনই বা তা দেখার অভিজ্ঞতা? এবার এইরকম কিছু ছবি শেয়ার করলেন নাসার এক মহাকাশচারী বব বেনকেন। বব বেনকন তাঁর টুইটার হ্যান্ডেলে চারটি ছবি টুইট করেন মঙ্গলবার। ছবি গুলি তোলা হয়েছে স্পেস থেকে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিমি উঁচুতে পৃথিবীকে ক্রমাগত প্রদক্ষিণ করে চলছে এই স্পেস স্টেশন। মহাকাশচারী বব বেনকেন এখন সেখানেই আছেন।
ববের তোলা ওই ছবিতে দেখা যাচ্ছে ঘুটঘুটে কালো অন্ধকার চারিদিকে। সেই কালো আকাশের মধ্যে থেকে ক্রমে এক ফালি রেখার মাঝখান চিরে বেরোচ্ছে এক ফালি বাঁকা আলোর রেখা। সেই আলোর রেখার মাঝে ফুটে উঠছে একটি উজ্জ্বল আলোকবিন্দু। ক্রমে তা আস্তে আস্তে আরও স্পষ্ট হয়ে উঠছে।
আগে এই ঘটনার সাক্ষী অনেক মহাকাশ বিজ্ঞানী থাকলেও বা এই মূহুর্তটিকে বারংবার দেখলেউ কেউই এই মূহুর্তটিকে ক্যামেরা বন্দী করবার কথা ভাবেননি। বব বেনকেন এই ছবি টুইট করতেই তা মূহুর্তেই ভাইরাল হয়ে যায়।
First moments of sunrise from @Space_Station. pic.twitter.com/jF1AXea4N4
— Bob Behnken (@AstroBehnken) July 27, 2020