দেশনিউজ

সরকারি চাকরিতে ইন্টারভিউ বাতিল করেছে ২৩ রাজ্য ও ৮ কেন্দ্র শাসিত অঞ্চল

Advertisement

কেন্দ্রীয় সরকারের পথ অনুসরণ করে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ তুলে দিয়েছে ২৩ রাজ্য ও ৮ কেন্দ্র শাসিত অঞ্চল। আজ কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “কেন্দ্রের গ্রুপ বি ও গ্রুপ সি পদে ২০১৬ সালেই ইন্টারভিউ তুলে দিয়েছিল কেন্দ্র”।

দেশে চাকরির ক্ষেত্রে নানারকমের নিয়ম আসছে তার মধ্যেই এটি একটি নয়া নিয়ম বলেই মনে করা হচ্ছে। মহারাষ্ট্র ও গুজরাট সর্বপ্রথম এই নিয়ম চালু করেছিলো। জানা গিয়েছিলো দেশের ৮ কেন্দ্রশাসিত অঞ্চলে এখন ইন্টারভিউয়ের ব্যবস্থা নেই, তাই মনে করা হচ্ছে এই অসুবধা এড়িয়ে চলার জন্যই এই বার কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে।

২০১৬ সালের ১ জানুয়ারি থেকে এই নিয়ম শুরু হওয়ার পরে ২৮ রাজ্যের মধ্যে ২৩ রাজ্যেও সরকারি চাকরিতে ইন্টারভিউ উঠে গিয়েছে। ইন্টারভিউ এর বিকল্প হিসেবে লিখিত পরীক্ষার মাধ্যমেই নিয়োগের ব্যবস্থা করা হয়েছে।

Related Articles

Back to top button