ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Money Making Plan: এখানে ১ লক্ষ টাকা বিনিয়োগ করুন, মেয়াদ শেষে পেয়ে যাবেন ৭০ লক্ষ টাকা

আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে ইচ্ছুক থাকেন তাহলে সবথেকে ভালো কয়েকটি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আপনাদের আজ জানাবো

Advertisement
Advertisement

এখনকার দিনে ভারতের সবাই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার দিকেই বেশি এগোচ্ছেন। কোন মিউচুয়াল ফান্ড প্রকল্পে বিনিয়োগ করার সিদ্ধান্ত যদি আপনিও নিয়ে থাকেন তাহলে এর পারফরমেন্সের উপর আগে থেকেই একটা নজরদারি আপনাকে চালাতে হবে এবার। অর্থ বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, দীর্ঘ সময় ধরে মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করা থাকলে প্রথম বছরের তুলনায় পরবর্তী বছরে আয় কিন্তু কিছুটা হলেও বেড়ে অথবা কমে যায়। ফলে, দীর্ঘ সময়ের বিনিয়োগে রিটার্ন বাড়তেও পারে আবার কোন কোন ক্ষেত্রে কমেও যেতে পারে। রিসার্চ না করে আজকাল মিউচুয়াল ফান্ডে পা বাড়ানো খুব একটা ভালো কাজ নয়। আজকের প্রতিবেদনে আমরা আইসিআইসিআই প্রুডেনশিয়াল মাল্টি অ্যাসেট ফান্ডের মত কিছু ফান্ডের ব্যাপারে আপনাকে জানাতে চলেছি যেখানে আপনারা প্রচুর রিটার্ন পাবেন।

Advertisement
Advertisement

কত রিটার্ন পাবেন টাকার উপর?

ধরা যাক আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ডে আপনি এক বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। সেক্ষেত্রে রিটার্নের পরিমাণ হবে ২৯.৭৪ শতাংশ। এক বছরে বিনিয়োগকারীরা পেয়ে যাবেন ১.২৯ লক্ষ টাকা। আবার যদি কেউ তিন বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি তিন বছর পরে ১.৭৮ লক্ষ টাকার রিটার্ন পেয়ে যাবেন। আবার যদি কেউ পাঁচ বছরের জন্য এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তার রিটার্নের পরিমাণ কিন্তু কিছুটা কমে যাবে। ২১.৬৩ শতাংশ হারে রিটার্ন হিসেবে তিনি পেয়ে যাবেন ২.৬৬ লক্ষ টাকা। আবার সেই হিসেবে দেখতে গেলে দশ বছরের জন্য যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করা হয় তাহলে ১০ বছরের পর তিনি পেয়ে যাবেন ৪.০৭ লক্ষ টাকা। আবার যদি কোন বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ড চালু হবার সময় অর্থাৎ গত ৩১ অক্টোবর ২০০২ তারিখে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে এতদিনে ২১.৫৬ শতাংশ হারে তিনি ৭০ লক্ষ টাকা জমিয়ে ফেলেছেন। ফলে সবমিলিয়ে, রিটার্নের বিষয়টা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেই স্টকের পাশাপাশি, স্টকের রিটার্নের উপরেও নির্ভর করে, শুধুমাত্র সময় সাপেক্ষ বিনিয়োগ মানেই রিটার্ন বেশি, সেরকমটা নয়।

Advertisement

কিভাবে পছন্দ করবেন মিউচুয়াল ফান্ড?

ইকুইটি ফান্ড, ডেট ফান্ড এবং এক্সচেঞ্জ ট্রেড কমিউনিটি ইউনিটি অথবা প্রেফারেন্স শেয়ারের উপরে বেশি ভরসা রাখে। আইসিআইসিআই প্রুডেনশিয়ালের অফিসের ওয়েবসাইট থেকে জানা যায়, তাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এর পরিমাণ এই মুহূর্তে ৪৬ হাজার ৪৮৮ কোটি টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই স্কিমের মূল কনস্টিটিউন্স স্টক এর মধ্যে অন্যতম আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এনটিপিসি, ইনফোসিস, এসবিআই কার্ড, বাজাজ ফাইন্যান্স ও ফিনসার্ভ, সান ফার্মা, মারুতি সুজুকি, আর আই এল। ফলে এই স্কিম আপনার জন্য লং টার্ম বিনিয়োগের একটা ভালো রাস্তা খুলে দিতে পারে।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button