Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন পোস্ট অফিসের এই স্কিমে, রিটার্ন পাবেন ১.৪৪ লাখ টাকা, জানুন বিস্তারিত

Updated :  Monday, February 12, 2024 7:50 PM
Post Office Monthly Income Scheme

ডাকঘরে বা Indian Post Office বিনিয়োগের জন্য বেশ কিছু আকর্ষণীয় বিকল্প রয়েছে। আসলে এই পোস্ট অফিসে বিনিয়োগ সম্পূর্ণভাবে সুরক্ষিত। এতে বিনিয়োগের পর টাকা জালিয়াতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ব্যাংক এফডি বা অন্যান্য বিকল্পের মতো, ডাকঘরেও বিভিন্ন বিকল্প উপলব্ধ। এখানে আমরা জানবো যে ডাকঘরে ১ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট (FD) করলে কত রিটার্ন পাওয়া যাবে।

পোস্ট অফিসের সেভিংস স্কিম-এর একটি ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে যা এফডি স্কিম নামেও পরিচিত। ডাকঘর গ্রাহকদের এক বছর, দুই বছর, তিন বছর এবং পাঁচ বছরের জন্য সাধারণ জমা করার অনুমতি দেয়। বর্তমানে, ইন্ডিয়া পোস্ট এক বছরের জন্য ৬.৯%, দুই বছরের জন্য ৭%, তিন বছরের জন্য ৭.১% এবং পাঁচ বছরের জন্য ৭.৫% ফিক্সড ডিপোজিট (FD)-এর উপর সুদের হার অফার করছে। আপনি যদি ১ লাখ টাকা বিনিয়োগ করেন এই FD স্কিমে, তাহলে কত টাকা আয় করতে পারবেন। জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আপনি যদি ১ লাখ টাকা ১ বছরের জন্য পোস্ট অফিস FD স্কিমে বিনিয়োগ করেন, তাহলে আপনি ৬.৯% হারে সুদ পাবেন। সেক্ষেত্রে এক বছর বাদে আপনি সুদ হিসাবে পাবেন ৭,০৮১ টাকা। অর্থাৎ ম্যাচিওর হলে পাবেন ১,০৭,০৮১ টাকা। আবার এই টাকা ২ বছরের জন্য ফিক্স করলে ৭% ও ৭.১% হারে সুদ পাবেন। সেক্ষেত্রে ম্যাচিওর হলে পাবেন যথাক্রমে মোট ১,১৪,৪৮৮ টাকা ও ১,২৩,৫০৮ টাকা পাবেন। আর ৫ বছর ফিক্স করলে ৭.৫% হারে সুদ হিসাবে পাবেন ৪৪,৯৯৫ টাকা। সুতরাং ম্যাচিওর হলে পাবেন ১,৪৪,৯৯৫। তাই আপনি সুরক্ষিত বিনিয়োগ করতে চাইলে অবশ্যই পোস্ট অফিস FD স্কিম নিয়ে ভাবতে পারেন।