আজকালকার দিনে সবাই নিজের টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করছেন। তবে বিনিয়োগ করার আগে সবার একটা চিন্তা মাথায় ঘুরতে থাকে, যেখানে বিনিয়োগ করবো সেখানে টাকা নিরাপদ থাকবে তো? আরো একটা চিন্তা থাকে রিটার্নের বিষয় নিয়ে। কারণ যেখানে টাকা নিরাপদ থাকবে, সেখানে রিটার্ন কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না। সেই কারণে এখন বিভিন্ন প্রকল্পে ভাগে ভাগে টাকা বিনিয়োগ করাটা ভালো। কিন্তু আপনাকে জানতে হবে আপনি কত দিনের জন্য বিনিয়োগ করবেন, এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আপনাকে নূন্যতম কত টাকা বিনিয়োগ করতে হবে। এই মুহূর্তে বিনিয়োগের জন্য পোস্ট অফিসের এই প্রকল্পটি একেবারে সুপারহিট।
এই মুহূর্তে ভারতীয় পোস্ট বিভাগের দ্বারা জারি করা কিষাণ বিকাশ পত্র প্রকল্পটি ভারতের সবথেকে ভালো প্রকল্পের মধ্যে একটি। এই প্রকল্পে মাত্র ১১৫ মাসে আপনার বিনিয়োগ করা টাকা একেবারে দ্বিগুণ হয়ে যায়। এখানে যে কেউ সিঙ্গেল বা জয়েন্ট একাউন্ট করতে পারেন এবং ১০ বছরের বেশি বয়সে নাবালক নাবালিকারা খুলতে পারেন একাউন্ট।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই প্রকল্পটি আপনাকে মাত্র এক হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করার স্বাধীনতা দিয়ে থাকে। এই প্রকল্পে আপনি যত ইচ্ছে টাকা রাখতে পারবেন এবং টাকা রাখার কোন ঊর্ধ্বসীমা নেই। অর্থাৎ আপনি নিজের পুরো বিনিয়োগ কিন্তু এখানেই করতে পারেন
টাকা দ্বিগুণ হবে ১১৫ মাসে
কেভিপি অ্যাকাউন্টে বর্তমানে ৭.৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে ৷ এই হিসেবে আপনার টাকা মাত্র ১১৫ মাসে দ্বিগুণ হবে ৷ অর্থাৎ আপনি এখানে ১ লক্ষ টাকা রাখলে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ২ লক্ষ টাকা ৷ একই ভাবে এখানে ১০ লক্ষ টাকা রাখলে ম্যাচিউরিটিতে মিলবে ২০ লক্ষ টাকা ৷