ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC এর এই স্কিমে বিনিয়োগ করে প্রতিমাসে পেনশন পান ৩৬,০০০ টাকা, সুযোগ মিস করলে আফসোস করবেন

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া একাধিক বিনিয়োগ স্কিম চালায় যা একদমই ঝুঁকির নয়

Advertisement

বর্তমানে প্রত্যেকেই টাকা উপার্জনের সাথে সাথে তা জমিয়ে রাখার জন্য বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ করে থাকে। তবে যেকোনো জায়গায় টাকা বিনিয়োগ যথেষ্ট ঝুঁকিপূর্ণ। তবে আপনাদের জানিয়ে রাখি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া একাধিক বিনিয়োগ স্কিম চালায় যা একদমই ঝুঁকির নয়। আজকের এই প্রতিবেদনে এমনই একটি এলআইসির লাভজনক স্কিম সম্বন্ধে জানাবো যাতে অত্যন্ত কম বিনিয়োগ করে মাসে মাসে অনেকটাই পেনশন পেতে পারেন।

আজকের এই প্রতিবেদনে আপনাদের যেই লাইফ ইন্সুরেন্স পলিসি সম্বন্ধে জানাচ্ছি তাতে আপনি খুব সহজেই ৩৬,০০০ টাকার পেনশন পেতে পারেন প্রতি মাসে। পাশাপাশি বলাবাহুল্য এই পলিসি অত্যন্ত সুরক্ষিত এবং ঝুঁকিহীন। এলআইসির এই পলিটির নাম এলআইসি জীবন অক্ষয় পলিসি। এতে একবার মাত্র বিনিয়োগ করে আপনি গোটা জীবন পেনশন পেতে পারেন। কি আছে এই বিনিয়োগ পলিসিতে? জানতে অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আপনার বয়স যদি ৩৫ বছর থেকে শুরু করে ৬০ বছর পর্যন্ত হয় তাহলে আপনি এলআইসির এই পলিসিতে বিনিয়োগ করতে পারেন। এতে আপনি ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি প্রতি মাসে ১ হাজার টাকা করে পেনশন পাবেন। অর্থাৎ সহজ কথায় আপনি প্রত্যেক বছরে ১২ হাজার টাকা পেনশন পেতে পারেন। অন্যদিকে উদাহরণস্বরূপ বলা যায়, কোন ব্যক্তি যদি তার ৪৫ বছর বয়সে এই স্কিমে বিনিয়োগ করতে শুরু করেন এবং মাসিক ৩৬,০০০ টাকা করে পেনশন পেতে চান তাহলে তাকে প্রিমিয়াম হিসেবে ৭১ লক্ষ ২৬ হাজার টাকা জমা করতে হবে। এরপর ওই ব্যক্তির মৃত্যু অবধি সে প্রত্যেক মাসে ৩৬ হাজার ৪২৯ টাকা করে পাবেন।

Related Articles

Back to top button