ইয়েস ব্যাঙ্কের কর্ণধার রাণা কপূরকে আজ ভোর তিনটে নাগাদ গ্রেফতার করা হয়েছে। তার আগে বহু সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার রাত থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ইডি) আধিকারিকরা তাকে জেরা করে, তদন্তকারীদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করেন নি বলে জানা যায়, তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে। অর্থ পাচারের অভিযোগে আজ আদালতে পেশ করা হবে ইয়েস ব্যাঙ্কের কর্ণধারকে।
তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে ঘুষের টাকা জমছিল বেশ কিছু কর্পোরেট সংস্থাকে ঋণ পাইয়ে দেওয়ার বিনিময়ে। উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেডের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডেও তাঁর বিরুদ্ধে উঠেছে বেনিয়মের অভিযোগ, তার নামে দায়ের করা আর্থিক তছরূপের মামলা।
আরও পড়ুন : ইয়েস ব্যাংক : ৪৯ শতাংশ শেয়ার নেওয়ার ঈঙ্গিত SBI-এর
সম্প্রতি গুজরাটের ভদোদরা স্মার্ট সিটি ডেভেলপমেন্ট কোম্পানি নামক সংস্থা ইয়েস ব্যাঙ্ক থেকে ২৬৫ কোটি টাকা তুলে টাকা তোলার পরই ইয়েস ব্যাঙ্কের থেকে টাকা তোলার পরিমান মাসে সর্বোচ্চ ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। তার ২৪ ঘন্টা পরেই নানা রকম তথ্যের মধ্যে জানা যায় ইয়েস ব্যঙ্কের দেউলিয়া হওয়ার তথ্য।
ইয়েস ব্যাঙ্কের কর্ণধার রাণা কপূরকে জেরা করার পাশাপাশি মুম্বইয়ের ওরলি অঞ্চলে তাঁর বাসভবনেও চালানো হয় তল্লাশি। এছাড়াও দিল্লি ও মুম্বইয়ে তাঁর তিন মেয়ের বাসভবন ও দফতরেও তল্লাশি চালানো হয়েছে। আজ আদালতে পেশ করা হবে ইয়েস ব্যাঙ্কের কর্ণধার রানা কপূরকে। সিবিআই ঘটনাটির তদন্ত করছে।