সোশ্যাল মিডিয়ায় নিত্যনৈমিত্তিক কতইনা ভিডিও ভাইরাল হয় চোখের পলকে। ঠিক তেমনি সম্প্রতি ক্রিকেট অঙ্গনের কয়েক সেকেন্ডের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে নেটিজেনদের দ্বারা। যেখানে ছোট্ট একটি ছেলেকে গ্যালারিতে পোস্টার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে পোস্টারে এমন কিছু লেখা ছিল যা ক্যামেরা ম্যানের দৃষ্টিতে আটকা পড়ে এবং ওই ক্যামেরা ম্যান লাইভ ম্যাচে সেই দৃশ্য তুলে ধরেন। দৃশ্যটি ক্যামেরা বন্দী হতেই ওই বালকের বাবা-মার কার্যক্রমের তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা।
ঘটনাটি ঘটেছে গত সোমবার, যেখানে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শক্তিশালী চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে নেমেছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। রোমাঞ্চকর ম্যাচের মধ্যে ছোট্ট বালকের ওই কর্মকাণ্ডের দৃশ্য চোখে পড়ে সবার। ছোট্ট ওই বালকটি একটি পোস্টার হাতে নিয়ে বিরাট কোহলির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল। তবে ওই বালকটি ভাইরাল হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো তার হাতে ধরে থাকা পোস্টারের লেখাগুলি। ওই প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘বিরাট কাকা, আমি কি ভামিকাকে ডেটে নিয়ে যেতে পারি?’
Apne bacho ko TV pe laane ke liye maa baap kisi bhi hadd tak guzar sakte hain.
— ਸ਼ਮਸ਼ੇਰ ਸਿੰਘ Shamsher Singh (@Shamsher0793) April 18, 2023
This lil kid wanna take Virat Kohli's daughter, Vamika on a date.
Common Kid .. Choose a better girl 💔 pic.twitter.com/QjSsn0OBLe
— 𝐇𝐲𝐝𝐫𝐨𝐠𝐞𝐧 (@Hydrogen_45) April 17, 2023
ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ওই বালকের বাবা-মা কে এক হাতে নিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, ‘নিজে এবং নিজের সন্তানকে ভাইরাল করতে কতই না কর্মকাণ্ড করেন আপনারা।’ আবার একজন লিখেছেন,’নিষ্পাপ শিশুকে দিয়ে এইসব করাতে তার বাবা-মা লজ্জাবোধ করেন না?’ অন্য একজন লিখেছেন,’ একটি ছোট শিশুকে ব্যবহার করে তার মা এবং বাবা প্রচার পাওয়ার জন্য একটি সস্তা কাজ করেছে।’
এক কথায় ওই শিশুটির কর্মকাণ্ড ভাইরাল হতেই তার বাবা-মাকে সমালোচনার স্রোতে ভাসিয়েছেন নেট প্রেমীরা। যদি ম্যাচ প্রসঙ্গে বলি, তবে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২২৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে চেন্নাই সুপার কিংস। বিশাল রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথমেই তারকা ক্রিকেটার বিরাট কোহলির উইকেট হারায় ব্যাঙ্গালোর। তবে ডুপ্লেসিস এবং গ্লেন ম্যাক্সওয়েলের মধ্যে দুর্দান্ত ইনিংসের সুবাদে জয়ের খুব কাছে পৌঁছে যায় ব্যাঙ্গালোর। তবে মহেন্দ্র সিং ধোনির জালে আটকা পড়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৮ রানে আটকে যায় বিরাট কোহলিরা।