
অবসরের পরও কি সক্রিয়ভাবে কর্মজীবন চালিয়ে যেতে চান? এবার সেই সুযোগ এনে দিল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB)। সম্প্রতি এই সংস্থা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে জানানো হয়েছে যে অবসরপ্রাপ্তদের জন্য চুক্তিভিত্তিক কাজের ব্যবস্থা করা হবে। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আবারও কর্মক্ষেত্রে সক্রিয় হওয়ার দরজা খুলে দিচ্ছে এই সুযোগ।
নিয়োগের সুযোগ
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাঙ্কে কনসালট্যান্ট পদে একটি শূন্যপদ পূরণ করা হবে। পদটি সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে নিয়োগ হবে তিন বছরের জন্য। তবে কাজের মান ও কর্মদক্ষতার উপর ভিত্তি করে এই চুক্তির মেয়াদ আরও দু’বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। অর্থাৎ একজন নির্বাচিত প্রার্থী সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করতে পারবেন। ব্যাঙ্কের নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিমাসে সম্মানজনক পারিশ্রমিক দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
আবেদন করার জন্য নির্দিষ্ট কয়েকটি শর্ত রাখা হয়েছে। সর্বাধিক বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬৫ বছর। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক। পাশাপাশি আবশ্যক, প্রার্থীকে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM) অথবা জেনারেল ম্যানেজার (GM) পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শুধুমাত্র যারা এই যোগ্যতা অর্জন করেছেন, তাঁরাই আবেদন করতে পারবেন। এছাড়া ন্যূনতম ৩০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
আবেদন করার প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডি-তে প্রয়োজনীয় নথি-সহ আবেদনপত্র পাঠাতে হবে। শুধু অনলাইন নয়, একইসঙ্গে ওই সমস্ত নথি ডাকযোগেও নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। সমস্ত নথি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর। আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য, যেখানে তাঁদের মেধা ও অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে।
নিয়োগ প্রক্রিয়ার গুরুত্ব
চুক্তিভিত্তিক এই নিয়োগকে অনেকেই অভিজ্ঞ ব্যাঙ্ককর্মীদের জন্য দ্বিতীয় সুযোগ হিসেবে দেখছেন। কর্মজীবনে দীর্ঘদিনের অভিজ্ঞতা অবসরের পরেও কাজে লাগানোর এই সুযোগকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে। এ ধরনের নিয়োগ শুধুমাত্র পেশাগত অভিজ্ঞতার সদ্ব্যবহার করে না, বরং আর্থিক দিক থেকেও অবসরপ্রাপ্তদের নিরাপত্তা প্রদান করে। একই সঙ্গে, আইপিপিবি-র মতো রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজ করার সুযোগ অবসরপ্রাপ্তদের কাছে বিশেষ আকর্ষণীয়।
মোটের উপর, অবসর-পরবর্তী সময়ে সক্রিয় থাকতে চান এমন ব্যাঙ্ককর্মীদের জন্য এই নিয়োগ বিশেষ তাৎপর্যপূর্ণ। কেবল অভিজ্ঞতা ও দক্ষতাই নয়, বয়সের সীমার মধ্যেও থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা সময় নষ্ট না করে দ্রুত আবেদন করলে তাঁদের সামনে খুলে যেতে পারে নতুন কর্মজীবনের অধ্যায়।