Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উদয়পুরের এই রাজপ্রাসাদে মেয়েকে বিয়ে করছেন আমির খান, একদিনের ভাড়া শুনলে চমকে যাবেন

এই মুহূর্তে বলিউডের হট টপিক ইরা খান (Ira Khan) ও নুপূর শিখারে (Nupur Shikhare)। আমির খান (Amir Khan) ও তাঁর প্রথম স্ত্রী রীনা (Reena)-র কন্যা ইরা কোনোদিনই স্পটলাইটে আসেননি। ইরা…

Avatar

এই মুহূর্তে বলিউডের হট টপিক ইরা খান (Ira Khan) ও নুপূর শিখারে (Nupur Shikhare)। আমির খান (Amir Khan) ও তাঁর প্রথম স্ত্রী রীনা (Reena)-র কন্যা ইরা কোনোদিনই স্পটলাইটে আসেননি। ইরা পা রাখেননি বড় পর্দায়। তিনি বিনোদন জগৎ থেকে দূরে থাকতে চাইলেও তা শেষ অবধি সম্ভব হয়নি। কারণ পাপারাৎজিদের একাংশের ক্যামেরা গত কয়েক বছর ধরে ঘিরে থাকছে ইরাকে। তার একমাত্র কারণ আমিরের ফিটনেস ট্রেনার নুপূর শিখারে। নুপূরের সাথে ইরার সম্পর্ক তৈরি হওয়ার পর থেকেই অনেকে ভেবেছিলেন, হয়তো এই ঘটনায় যথেষ্ট রেগে উঠবেন আমির। কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি। আমিরের ফার্মহাউসে দীর্ঘ সময় কাটিয়েছেন ইরা ও নুপূর। তাতে প্রচ্ছন্ন সায় ছিল রীনার।

নতুন বছরের গোড়াতেই অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন নুপূর ও ইরা। তবে তা ছিল নিতান্তই ঘরোয়া অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। আমিরের দুই প্রাক্তন স্ত্রী রীনা ও কিরণ (Kiran Rao)-এর সম্পর্কের সুন্দর রসায়ন ক্যামেরাবন্দি হয়েছে। মারাঠি রীতি মেনে হয়েছে গায়ে হলুদ। ইরা সেজেছিলেন ডিজাইনার পোশাকে। তবে ফিটনেস ট্রেনার নুপূর তাঁর বিয়েতে ভেস্ট ও শর্টস পরে জনবহুল রাস্তা দিয়ে দৌড়ে এসেছিলেন। ওই পোশাকেই আইনত বিয়ে সারেন তিনি। এরপর ইরা মজা করে তাঁকে স্নান করতে যেতে বলেন। পরে অবশ্য কালো রঙের শেরওয়ানিতে দেখা গিয়েছে নুপূরকে। তবে চমক ছিল 10 ই জানুয়ারি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইতিমধ্যেই উদয়পুরে পৌঁছে গিয়েছেন নবদম্পতি। সেখানে আনুষ্ঠানিক মতে বিয়ে সারতে চলেছেন তাঁরা। উদয়পুরের বিখ্যাত তাজ আরাবল্লী রিসর্টে অনুষ্ঠিত হতে চলেছে ইরা ও নুপূরের বিয়ে। এর মধ্যেই তাজ আরাবল্লী রিসর্ট থেকে ভাইরাল হয়েছে ইরা ও নুপূরের প্রাক-বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন ছবি। এর মধ্যে কিছু ছবিতে দেখা গিয়েছে, সুইমিং পুলের ধারে বন্ধুদের নিয়ে শরীর চর্চা করছেন নুপূর ও ইরা। রয়েছে ইরার মেহেন্দি অনুষ্ঠানের ছবি। সাদা রঙের গাউনে সুসজ্জিত ইরার হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছেন রাজস্থানি মেহেন্দি আর্টিস্ট। নুপূর উদগ্রীব হয়ে তা দেখতে ব্যস্ত।

আরাবল্লী রিসর্টের মোট একশো পঁচাত্তরটি ঘর বুক করা হয়েছে অতিথিদের জন্য। তারকাখচিত এই বিয়েতে উপস্থিত থাকতে চলেছেন শাহরুখ খান (Shahrukh Khan), সলমান খান (Salman Khan) সহ বলিউডের তাবড় ব্যক্তিত্ব। থাকতে পারেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-ও। বিয়ের সম্পূর্ণ রীতি মেনে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ইরা ও নুপূর। বসতে চলেছে রাজস্থানি লোকসঙ্গীত ও নৃত্যের আসর। ইতিমধ্যেই আমিরকে দেখা গিয়েছে লোকসঙ্গীত শিল্পীদের সাথে। আগামী 13 ই জানুয়ারি নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে ইরা ও নুপূরের রাজকীয় রিসেপশন। সেখানেও উপস্থিত থাকবেন আমিরের বলিউড সতীর্থরা।

About Author