(Dance Video) ‘জাওয়ান’এর গানে দুর্দান্ত নৃত্য পরিবেশন এই প্রতিবন্ধী যুবতীর, প্রশংসায় পঞ্চমুখ অধিকাংশ

বর্তমানে ছোট থেকে বড় সকলের কাছেই বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ায় নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটিয়ে থাকেন আজকের অধিকাংশ মানুষ। আর সোশ্যাল মিডিয়াও এক্ষেত্রে নিরাশ…

Avatar

বর্তমানে ছোট থেকে বড় সকলের কাছেই বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ায় নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটিয়ে থাকেন আজকের অধিকাংশ মানুষ। আর সোশ্যাল মিডিয়াও এক্ষেত্রে নিরাশ করে না তার নেটজনতাকে। সেও প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনজনক ঝলক নিয়ে হাজির থাকে, যা খুব স্বাভাবিকভাবেই ধরে রাখে নেটনাগরিকদের। বর্তমানে তেমনি আরো এক বিনোদনমূলক নাচের ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে। রইল সেই ভিডিওই।

চারপাশে এমন অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র মনের জোরেই নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ছোট ছোট খুঁত তাদের জীবনী শক্তিকে কমাতে পারেনা। সম্প্রতি তেমনই এক যুবতীর খোঁজ মিলেছে। তার নাম সুস্মিতা চক্রবর্তী। তিনি শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী হলেও মানসিকভাবে নন। সাম্প্রতিক ঝলকের সূত্র ধরে সেকথাই আবারো প্রমাণ করে দিয়েছেন তিনি। সুস্মিতা চক্রবর্তী একজন দক্ষ নৃত্যশিল্পী। অবশ্য তার একাধিক ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই রয়েছে।

চলতি মাসের ৭ তারিখেই মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ‘জাওয়ান’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির একাধিক গান। সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে সুস্মিতা ‘জাওয়ান’এর অন্যতম জনপ্রিয় গান ‘চালেয়া’র তালেই তাল মিলিয়ে ছিলেন। পর্দায় তার সাথে দেখা গিয়েছে দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে। উল্লেখ্য, সুস্মিতার একটি পা ছোট স্বাভাবিকের তুলনায়। আর সেই জন্যই প্রস্টেটিক পা লাগিয়েই নিজের নাচ চালিয়ে যান তিনি। মনের ইচ্ছেটাই যে আসল সেকথা বারবার নিজের নাচ দিয়েই প্রমাণ করে দেন তিনি। তবে তার এই জীবনী শক্তির প্রশংসা যে প্রতিমুহূর্তে নেটজনতার অধিকাংশই করেন, সেকথা সাম্প্রতিক ঝলকের কমেন্টবক্সেই মিলবে।