ঘুরতে যাওয়া থেকে শুরু করে অফিসের কাজ, সব ক্ষেত্রেই ভারতবাসীর প্রথম পছন্দ হয়ে থাকে ভারতীয় রেলওয়ে। কম খরচের মধ্যে আরামদায়ক সফরের জন্য এদেশের বাসিন্দারা ট্রেনকে সবার আগে বেছে নিয়ে থাকেন এবং এই কারণেই ট্রেনের টিকিটের চাহিদা সব সময় থাকে আকাশ ছোঁয়া। বিশেষ করে উৎসবের মরশুমে ট্রেনের টিকিটের চাহিদা থাকে সবসময় বেশি। বলতে গেলে উৎসবের সময় টিকিটের চাহিদা এতটাই বেশি থাকে যে কার্যত আকাল পড়তে দেখা যায় টিকিটের। শেষ মুহূর্তের ট্রেনের টিকিট কাটতে চাইলে তৎকাল টিকিট ছাড়া আর কোন উপায় থাকে না। তবে এই তৎকাল টিকিট কাটতে গেলে দালাল ছাড়া আর কোন অপশন নেই। কিন্তু আপনি কি জানেন দালালের সাহায্য ছাড়াই কিন্তু ফোন থেকেই আপনি তৎকাল টিকিট কনফার্ম বুকিং করতে পারবেন? তাহলে জেনে নিন কিভাবে এই টিকিট আপনাকে বুক করতে হবে।
এই কাজ করার জন্য আপনাকে আপনার ফোনে ইন্সটল করতে হবে আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ্লিকেশন। এই অ্যাপে নিজের আইআরসিটিসি অ্যাকাউন্ট এর মাধ্যমে লগইন করে প্রোফাইলে কিছু বিশেষ পরিবর্তন করে ফেলুন। তৎকাল টিকিট বুক করার সময় যাত্রীদের নাম এবং অন্যান্য তথ্য আগে থেকে টাইপ করতে হয়। এর ফলে একসাথে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এই দেরি করার ফলেই অনেক সময় তৎকাল টিকিট কাটার সময় কনফার্ম টিকিট হাতছাড়া হয়ে যায়। তাই টিকিট বুকিং এর আগে নিজের প্রোফাইলের মাস্টার লিস্টে সমস্ত যাত্রীর নাম এবং অন্যান্য তথ্য আগে থেকে ভরে নিন। এর ফলে তৎকাল টিকিট বুকিং এর প্রক্রিয়া অনেকটা সহজ হয়।
আপনাদের জানিয়ে রাখি এসি তৎকাল টিকিট বুকিং শুরু হয় যাত্রার দিনের আগের দিন সকাল দশটায়। অন্যদিকে সকাল ১১ টায় শুরু হয় স্লিপার ক্লাস তৎকাল টিকিট বুকিং। নির্দিষ্ট সময় দু মিনিট আগে আইআরসিটিসি অ্যাপে লগইন করে ফেলুন। বেশি আগে লগইন করবেন না এতে বুকিং এর সময় আপনার একাউন্ট লগ আউট হয়ে যাবার সম্ভাবনা থাকে। যে ট্রেনে তৎকাল টিকিট কাটবেন তা সিলেক্ট করে মাস্টার লিস্ট থেকে যাত্রীদের বেছে নিন।
এরপরে দ্রুত পেমেন্ট প্রক্রিয়া শেষ করে ফেলুন। যেহেতু আপনাকে দ্রুত পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে আপনি ইউপিআই অপশনটি বেছে নিন। কার্ডের মাধ্যমে অথবা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট করতে হলে অনেকটা সময় নষ্ট হয়। তাই ইউপিআই যদি আপনি বেছে নেন তাহলে খুব সহজে অনলাইন ট্রানজেকশন আপনি করতে পারবেন। এরপরই আপনি তৎকাল টিকিট পেয়ে যাবেন নিজের হাতে।