ভারতীয় রেল (Indian Railways) সবসময়ই যাত্রীদের পরিষেবার জন্য নতুন নতুন ঘোষণা করতে থাকে। টিকিটের দাম সাধ্যের মধ্যে রাখা থেকে প্রবীণ নাগরিকদের সুবিধার দিকে নজর রাখা, আসন সংরক্ষণের মতো বিষয়ে একাধিক আপডেট করা হয়েছে। এবার যাত্রীদের সুবিধা এবং সুরক্ষার কথা মাথায় রেখে আরো এক দারুণ সুখবর নিয়ে এল IRCTC। যে সমস্ত ব্যক্তিদের মাঝে মধ্যেই দূরপাল্লার ট্রেন সফর করতে হয় তারা এই উদ্যোগে বিশেষ ভাবে উপকৃত হবেন।
দূরপাল্লার ট্রেন সফরে প্রায়ই একটি সমস্যায় পড়তে দেখা যায় যাত্রীদের। গন্তব্যে পৌঁছানোর পর এক রাত কাটানোর জন্য রুম নিয়ে চিন্তায় পড়তে দেখা যায় অনেককেই। হোটেলের দাম, মান, রুমের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটা চিন্তা থাকেই। তবে রেলের এই উদ্যোগের ফলে যাত্রীদের মাথা থেকে এই দুশ্চিন্তা দূর হতে চলেছে। রেলের এই উদ্যোগে যাত্রীরা স্টেশনেই পাবেন বিলাসবহুল রুমে থাকার সুযোগ।
অনেক মানুষই স্টেশনের কাছাকাছিই হোটেল খোঁজেন। কিন্তু সেই সব হোটেলে ভাড়াও বেশি হয়। কিন্তু তাদের মধ্যে অধিকাংশই জানেন না যে স্টেশনেই কম দামের মধ্যে রুম নেওয়া যায়। তাই অতিরিক্ত টাকা দিয়ে নিম্নমানের হোটেলে ওঠেন তারা। এই প্রতিবেদনে রইল স্টেশনে কম টাকায় ভালো রুম বুক করার পদ্ধতি।
IRCTC-র তরফেই এই রুমগুলি অফার করা হয়। স্টেশনেই এই হোটেলগুলি থাকে যেখানে রুমের আকার হোটেল রুমের মতোই। রুমের মধ্যে এসি সহ নানান সুযোগ সুবিধা থাকে। এক রাতের জন্য ১০০ টাকা থেকে ৭০০ টাকা মতো ভাড়া হয় এই রুম গুলির। শিয়ালদহ, হাওড়া সহ দেশের যে বড় বড় স্টেশনগুলি থেকে দূরপাল্লার ট্রেন ছাড়ে সেই সব স্টেশনেই রয়েছে এই সুবিধা। রুম বুক করতে হলে প্রথমে IRCTC তে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। লগ ইন করে তারপর যেতে হবে বুকিং অপশনে। টিকিট বুকিং এর নীচে ‘রিটায়ারিং রুম’ অপশনে ক্লিক করলে রুম বুক করার অপশন পাওয়া যাবে। এরপর যাত্রীর ব্যক্তিগত পরিচয় এবং সফর সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে। পেমেন্ট করার পরেই রুম বুক হয়ে যাবে।