IRCTC: এক ট্রেনেই বৈষ্ণোদেবী থেকে রাম মন্দির, কম খরচে দুর্দান্ত প্যাকেজ ট্যুর আনল IRCTC
ঘুরতে যেতে কে না ভালোবাসে। কিন্তু অনেক সময়ই বাজেটের মধ্যে না হওয়ায় মনের সাধ মনেই চেপে রাখতে হয়। তবে এবার কম খরচেই হবে সাধ পূরণ। সৌজন্যে আইআরসিটিসির (IRCTC) এই দারুণ উদ্যোগ। এক ট্রেনেই দেশের কিছু জনপ্রিয় তীর্থস্থানগুলি ঘুরে দেখা যাবে এই বিশেষ উদ্যোগে। উত্তরবঙ্গের পর্যটকদের কথা চিন্তা করেই আইআরসিটিসির তরফে নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ।
আগামী ২৪ জুন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দিতে চলেছে ভারত গৌরব স্পেশ্যাল টুরিস্ট ট্রেন। এই এক ট্রেনই তীর্থযাত্রীদের ঘোরাবে বৈষ্ণোদেবী, হৃষিকেশ, হরিদ্বার, মথুরা, বৃন্দাবন এবং অযোধ্যার রাম মন্দির। বলা বাহুল্য, আইআরসিটিসির এই প্যাকেজের বিশেষ আকর্ষণই হল অযোধ্যায় রামলালার দর্শন। সেই সঙ্গে উত্তর ভারতের আরও একগুচ্ছ তীর্থস্থান তো রয়েছেই। শুক্রবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডেকে এই বিশেষ উদ্যোগের ঘোষণা করা হয় আইআরসিটিসির তরফে। আইআরসিটিসি গুয়াহাটির সিনিয়র এক্সিকিউটিভ এই উদ্যোগের ঘোষণা করেন।
জানা যাচ্ছে, এটি একটি প্যাকেজ ট্যুর। এই প্যাকেজ ট্যুরে ট্রেনের বুকিং এর সঙ্গে হোটেলে রাত্রিবাস, তিন বেলার খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকছে। এই ট্যুরে পরিবেশন করা হবে নিরামিষ খাবার। পাশাপাশি কোনো যাত্রী যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, এমন আপৎকালীন পরিস্থিতির জন্য থাকবে প্যারামেডিক্যাল টিম। এই প্যাকেজ ট্যুরটি মোট ৮ রাত ৯ দিনের। জনপ্রতি খরচ পড়বে নন এসিতে ১৭,৯০০ টাকা এবং এসি থ্রি টায়ারে ২৯,৫০০ টাকা।
২৪ জুন সকাল দশটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা হবে ভারত গৌরব স্পেশ্যাল টুরিস্ট ট্রেন। দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে ২ জুলাই সন্ধ্যা ছটায় ফের নিউ জলপাইগুড়ি স্টেশনে ফেরত আসবে ট্রেন। নিউ জলপাইগুড়ি ছাড়াও যাত্রাপথে মালদা টাউন, রামপুরহাট, দুমকা, ভাগলপুর, জামালপুর, কিউল এবং পাটনা স্টেশন থেকে ট্রেনে বোর্ডিং করা যাবে।