নিউজদেশ

দেশজুড়ে বাজেট হোটেল তৈরি করবে IRCTC, কোথায় কোথায় তৈরি হবে?

প্রথম পর্যায়ে এই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বিনিয়োগ করছে আইআরসিটিসি

Advertisement

আইআরসিটিসি নামটা উচ্চারণ করলেই চলন্ত ট্রেনে খাবার পরিষেবার কথা সকলেরই মাথায় আসে। তবে আপনাদের জানিয়ে রাখি এবার ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি পর্যটন শিল্পের উপর বিশেষ ফোকাস করে দেশের বিভিন্ন প্রান্তে বাজেট হোটেল নির্মাণ এবং পরিচালনা করার প্রকল্প নিয়েছে। ইতিমধ্যেই এই হোটেল প্রকল্প নিয়ে দেশের একাধিক রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসেছে আইআরসিটিসি। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাট ইত্যাদি রাজ্যের সঙ্গে বাজেট মূল্যের হোটেল প্রকল্প নিয়ে আলোচনা করেছে আইআরসিটিসি।

এছাড়াও ভারতের বুকে ভ্রমণপিপাসুদের স্বর্গ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যের সংশ্লিষ্ট কর্তাদের সাথে যোগাযোগ করেছে irctc। ইতিমধ্যেই নাগাল্যান্ড, অরুণাচল ও আসাম সরকারের সাথে এই নতুন প্রকল্প নিয়ে বৈঠক চলছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই বাজেট হোটেল প্রকল্পের একটি হোটেলের কাজ প্রায় শেষের পথে কোহিমাতে। এছাড়া আগামী বছর অর্থাৎ ২০২৩ এর জানুয়ারি মাসের মধ্যেই মধ্যপ্রদেশের খেজুরাহতে আরেকটি হোটেল তৈরি হয়ে যাবে। এছাড়াও গুজরাটের কেভাদিয়াতে বাজেট হোটেলে নির্মাণের কাজ শুরু হয়েছে।

আইআরসিটিসি সূত্রে জানা গিয়েছে, তারা খুব শীঘ্রই উত্তরপ্রদেশের লখনৌ, বেনারস এবং অযোধ্যার মতো পর্যটন স্থানগুলিতে বাজেট হোটেল নির্মাণের কাজ শুরু করবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের সাথে জমি নিয়ে বৈঠক শুরু হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশের পাশাপাশি মধ্যপ্রদেশের ভোপাল এবং উজ্জয়নেও এই প্রকল্প শুরু করার জন্য রাজ্য সরকারকে প্রস্তাব পাঠিয়েছে আইআরসিটিসি। প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রকল্পের জন্য প্রথম পর্যায়ে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করছে আইআরসিটিসি।

Related Articles

Back to top button