Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারতীয় রেলের টিকিট বুকিং এর ক্ষেত্রে নতুন নিয়ম, এই দুটো কাজ না করলে কাটা যাবে না টিকিট

Updated :  Thursday, November 10, 2022 11:03 PM

যাত্রীরা প্রায়শই দূরের গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন। কেউ কেউ আবার ঘুরতে যাওয়ার জন্য ট্রেন কে বেছে নেন এবং এর কারণ হলো কম খরচে নিরাপদ ভ্রমণ। যদি আপনিও এরকম একজন মানুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা বড় খবর। করোনা মহামারীর পর রেলওয়ে অনলাইন টিকিট বুকিং এর ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে এসেছে। অ্যাপ এবং ওয়েবসাইট এর মাধ্যমে টিকিট বুক করার নিয়ম পরিবর্তন করতে চলেছে আইআরসিটিসি। এই নতুন নিয়ম অনুযায়ী অনলাইন টিকিট বুকিং এর আগে আপনাকে আপনার একাউন্ট যাচাই করে নিতে হবে। অনলাইন টিকিট বুক করার আগে ব্যবহারকারীদের মোবাইল নম্বর এবং ইমেইল আইডি যাচাই করা প্রয়োজন এবং এটা ছাড়া কিন্তু আপনি টিকিট বুক করতে পারবেন না।

এমন অনেক ব্যবহারকারী আছেন যারা করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে আইআরসিটিসি অনলাইনের মাধ্যমে এখনো পর্যন্ত টিকিট বুক করেননি। তাই তারা কিন্তু এই যাচাই করনের এই নতুন নিয়মের ব্যাপারে জানেন না। যাচাইকরণের এই নতুন নিয়ম শুধুমাত্র এই ধরনের লোকেদের জন্য কার্যকর করা হয়েছে। আপনিও যদি এই অ্যাপের মাধ্যমে দীর্ঘদিন ধরে টিকিট না কেটে থাকেন তাহলে আগে আপনার অ্যাকাউন্ট যাচাই করে নিন।

আইআরসিটিসি অ্যাপ কিংবা ওয়েবসাইটে দেওয়া যাচাইকরন উইন্ডোতে ক্লিক করুন। তারপর আপনার নিবন্ধিত মোবাইল নম্বর এবং ইমেইল আইডি লিখুন। সবকটি তথ্য প্রবেশ করানোর পর ভেরিফাই বোতামে ক্লিক করুন। ভেরিফাই বাটনে ক্লিক করার পর আপনার নম্বরে এটি ওটিপি আসবে এবং সেটি দিয়ে আপনার মোবাইল নম্বর ভেরিফাই করুন। পাশাপাশি ইমেইল আইডিতে আসা কোড দিয়ে মেইল আইডি ভেরিফাই করে ফেলুন।