Indian Railways: এই ট্রেনগুলি সস্তা হয়ে উঠল ভ্রমণের জন্য, রেলের ভাড়া কমানো হয়েছে

১ জুলাই থেকে সাধারণ ট্রেনের ভাড়া কমছেদেশের কোটি ট্রেন যাত্রীদের জন্য আজ থেকে বড় সুখবর। আজ ১ জুলাই থেকে রেলওয়ে সাধারণ ট্রেনের ভাড়া কমিয়ে দিয়েছে। করোনার সময় চালু করা বিশেষ…

Avatar

১ জুলাই থেকে সাধারণ ট্রেনের ভাড়া কমছেদেশের কোটি ট্রেন যাত্রীদের জন্য আজ থেকে বড় সুখবর। আজ ১ জুলাই থেকে রেলওয়ে সাধারণ ট্রেনের ভাড়া কমিয়ে দিয়েছে। করোনার সময় চালু করা বিশেষ ট্রেনগুলোকে এবার সাধারণ ট্রেনে রূপান্তরিত করা হচ্ছে। এর ফলে এই ট্রেনগুলোর ভাড়াও কমবে।

কোন ট্রেনগুলোর ভাড়া কমছে?

শুধুমাত্র লখনউ বিভাগেই এই ধরনের ২৪ টি ট্রেন চলছে। এছাড়াও মোরাদাবাদ ও আম্বালা বিভাগকে মিলিয়ে আজ থেকে মোট ১১৯ টি ট্রেনের ভাড়া কমেছে।

কেন এই পদক্ষেপ নিচ্ছে রেল?

করোনা মহামারীর পর অনেক ট্রেনের নম্বর পরিবর্তন করে বিশেষ ট্রেন হিসেবে চালানো হয়েছিল। এই ট্রেনগুলোর ভাড়াও ছিল বেশি। এবার রেলওয়ে সেগুলোকে পুরোনো নম্বর দিয়ে সাধারণ ট্রেন হিসেবে চালাচ্ছে এবং ভাড়াও কমাচ্ছে।

কোন ট্রেনগুলোর নম্বর ও ভাড়া পরিবর্তন হয়েছে?

* ফারাক্কা এক্সপ্রেস (নতুন নম্বর ১৫৭৩৩/৪৩)
* বাথিন্ডা-বালুরঘাট ফারাক্কা এক্সপ্রেস (নতুন নম্বর ১৫৭৩৪/৪৪)
* লখনউ-কানপুর মেমু (৬৪২০৩, ৬৪২০৪, ৬৪২১১, ৬৪২১২, ৬৪২১৪)
* অযোধ্যা ক্যান্ট-লখনউ মেমু (৬৪২১৫, ৬৪২১৬)
* উত্তরাতিয়া-কানপুর মেমু (৬৪২৫৫)
* শিবপুর-উত্তরতিয়া মেমু (৬৪২৮১)
* উত্তরাতিয়া-শিবপুর মেমু (৬৪২৮২)
* প্রয়াগরাজ সঙ্গম-লখনউ প্যাসেঞ্জার (৫৪২৫৩)
* লখনউ-প্রয়াগরাজ সঙ্গম প্যাসেঞ্জার (৫৪২৫৪)
* লখনউ-বালামউ প্যাসেঞ্জার (৫৪৩৩১)
* বালামৌ-লখনউ প্যাসেঞ্জার (৫৪৩৩২)
* লখনউ-শাহজাহানপুর প্যাসেঞ্জার (৫৪৩৩৭)
* শাহজাহানপুর-লখনউ প্যাসেঞ্জার (৫৪৩৩৮)

এই নতুন ভাড়া সম্পর্কে বিস্তারিত জানতে আপনি রেলওয়ের ওয়েবসাইট বা স্টেশনের তথ্য কেন্দ্রে যোগাযোগ করতে পারেন।