আইআরসিটিসি ওয়েবসাইট থেকেই সস্তায় বুক করতে পারবেন বাস, নতুন ব্যবস্থা শুরু করল কোম্পানি – IRCTC BUS BOOKING
আইআরসিটিসি সম্প্রতি একটি নতুন নিয়ম জারি করেছে এই সম্পর্কে
বাস যাত্রীদের জন্য রয়েছে এবারে একটা দারুণ সুখবর। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড টুরিসম কর্পোরেশন মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের সাথে যুক্তভাবে একটি সমঝোতা স্বাক্ষর করেছে। এই সমঝোতা স্বাক্ষরের পরেই যাত্রীরা এখন আইআরসিটিসি ওয়েবসাইট থেকে বাস বুকিং করতে পারবেন। এই বাস মূলত হবে এমআরসিটিসি এর অধীনের সমস্ত বাস। এই উপলক্ষে আইআরসিটিসির সিএমডি সীতা কুমার বলছেন, এই চুক্তির পরে বাস বুকিং সংযোগ আরো ভালো হবে যা যাত্রীদের উপকারে আসবে।
কিভাবে কাজ করবে এই ব্যবস্থাটি ?
আপনাদের জানিয়ে রাখি, এমএসআরটিসি তাদের অনলাইন বাস টিকেটিং ব্যবস্থার একটি এপিআই আইআরসিটিসি কে দিতে চলেছে। এবার থেকে আইআরসিটিসি তাদের বাস বুকিং এর অফিসিয়াল ওয়েবসাইটে এমআরএসটিসি এর সমস্ত বাস সংযুক্ত করবে। এর ফলে আইআরসিটিসির বাস বুকিং ওয়েবসাইট থেকে খুব সহজেই মহারাষ্ট্রের রাষ্ট্র পরিবহনের যে কোন বাস আপনি বুক করতে পারছেন। ইতিমধ্যেই এর ফলে বেশ কিছুটা লাভজনক জায়গাতে রয়েছে irctc।
শেয়ার মার্কেটের অবস্থা কিরকম?
এই নতুন সিদ্ধান্তের ফলে বুধবার বোম্বে স্টক এক্সচেঞ্জ এর সূচকে আইআরসিটিসি শেয়ার ০.১৫ শতাংশ হ্রাস পেয়েছে। এই মুহূর্তে এই কোম্পানির শেয়ার ৬৮৭.১০ টাকায় লেনদেন করছে যেখানে এর আগে শেয়ার মূল্য ছিল ৬৮৮.১০ টাকা। আপনাদের জানিয়ে রাখি কোম্পানির শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ৭৭৫ টাকা। অন্যদিকে ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ৫৫৭.১৫ টাকা।