রেলের ঘোষণা অনুযায়ী আগামীকাল থেকেই শুরু হবে ট্রেন পরিষেবা। আজ বিকেল চারটে থেকেই আইআরসিটিসির ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট বুকিং করা যাবে। কিন্তু সেই ওয়েবসাইট এখন হ্যাং হয়ে গিয়েছে। চারটে বেজে গেলেও ওয়েবসাইট খুলছিল না। হোম পেজ খুললেও টিকিট বুকিং করতে সমস্যা হচ্ছিল যাত্রীদের।
এরপর রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওয়েবসাই হ্যাং করে যাবার জন্য এখন বুকিং হচ্ছে না। আবার ৬ টা থেকে টিকিট বুকিং করা যাবে। আইআরসিটিসির ওয়েবসাইটি হল-(https://www.irctc.co.in/nget/) শুধুমাত্র এই ওয়েবসাইট থেকেই টিকিট বুকিং করা যাবে। কাউন্টারে গিয়ে টিকিট বুকিং করা যাবে না।
যে ট্রেনগুলি আগামীকাল থেকে চলবে, সেই ট্রেনগুলির সময়সূচি জেনে নিন –
* বেঙ্গালুরু-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ১২ই মে সন্ধ্যা ৮টায় ছাড়বে, প্রতিদিন চলবে।
* রাজেন্দ্র নগর-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ছাড়বে ১২ই মে সন্ধ্যা ৭টায়, প্রতিদিন চলবে।
* নয়াদিল্লি-জম্মু তাওয়াই স্পেশাল ট্রেন ছাড়বে ১২ই মে রাত ৮.৪০ মিনিটে, প্রতিদিন চলবে।
* হাওড়া-নয়া দিল্লি স্পেশাল ট্রেন ছাড়বে ১২ই মে বিকেল ৪.৩০ মিনিটে, প্রতিদিন চলবে।
* নয়াদিল্লি-সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেন ১৭ই মে বিকেল ৩.৫৫ মিনিটে ছাড়বে। চলবে রবিবার।
* আহমেদাবাদ-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ১২ই মে বিকেল ৫.৪০ মিনিটে ছাড়বে। চলবে প্রতিদিন।
* নয়াদিল্লি-হাওড়া স্পেশাল ট্রেন ছাড়বে ১৩ই মে বিকেল ৪.৫৫ মিনিটে, প্রতিদিন চলবে।
* ডিব্রুগড়-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ১৪ই মে রাত ৮.৩৫ মিনিটে ছাড়বে। চলবে প্রতিদিন।
* জম্মু তাওয়াই-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ছাড়বে ১৩ই মে সন্ধ্যা ৭.৪০ মিনিটে, প্রতিদিন চলবে।
* নয়াদিল্লি-তিরুবনন্তপুরম স্পেশাল ট্রেন ছাড়বে ১৩ই মে সকাল ১০.৫৫ মিনিটে। চলবে মঙ্গল-বুধ-রবিবার।
* মুম্বই সেন্ট্রাল-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ছাড়বে ১২ই মে বিকেল ৫টা, প্রতিদিন চলবে।
* তিরুবনন্তপুরম-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ১৫ই মে ছাড়বে সন্ধ্যা ৭.১৫ মিনিটে। চলবে মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার।
* বিলাশপুর-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ১৪ই মে দুপুর ২টোয় ছাড়বে, সোম ও বৃহস্পতিবার চলবে।
* নয়াদিল্লি-রাঁচি স্পেশাল ট্রেন ১২ই মে বিকেল ৪টেয় ছাড়বে। চলবে বুধ ও শনিবার।
* ভুবনেশ্বর-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ১৩ই মে ছাড়বে সকাল ৯.৩০ মিনিটে, প্রতিদিন চলবে।
* মারগাঁও-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ১৭ই মে সকাল ১০টায় ছাড়বে। চলবে রবিবার ও সোমবার।
* আগরতলা-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ১৮ই মে ছাড়বে সন্ধ্যা ৬.৩০ মিনিটে, সোমবার চলবে।
* সেকেন্দ্রাবাদ-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ২০ মে ছাড়বে বেলা ১২.৪৫ মিনিটে, শুধু বুধবার চলবে।
* নয়াদিল্লি- রাজেন্দ্র নগর স্পেশাল ট্রেন ছাড়বে ১৩ই মে বিকেল ৫.১৫ মিনিটে, প্রতিদিন চলবে।
* নয়াদিল্লি-ডিব্রুগড় স্পেশাল ট্রেন ১২ই মে ছাড়বে বিকেল ৪.১০ মিনিটে, প্রতিদিন চলবে।
* নয়াদিল্লি-বেঙ্গালুরু স্পেশাল ট্রেন ছাড়বে ১৪ই মে রাত ৮টা ৪৫ মিনিটে, প্রতিদিন চলবে।
* চেন্নাই সেন্ট্রাল-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ছাড়বে ১৫ই মে ভোর ৬.৫মিনিটে, শুক্র ও রবিবার চলবে।
* নয়াদিল্লি-চেন্নাই সেন্ট্রাল স্পেশাল ট্রেন ছাড়বে ১৩ই মে বিকেল ৩.৫৫ মিনিটে। বুধবার ও শুক্রবার চলবে।
* নয়াদিল্লি-বিলাশপুর স্পেশাল ট্রেন ছাড়বে ১২ই মে বেলা ৩.৪৫ মিনিটে। মঙ্গল ও শনিবার করে চলবে।
* নয়াদিল্লি-মুম্বই সেন্ট্রাল স্পেশাল ট্রেন ছাড়বে ১৩ই মে বিকেল ৪.২৫ মিনিটে, রোজ চলবে।
* রাঁচি-নয়াদিল্লি স্পেশাল ট্রেন ছাড়বে ১৪ই মে বিকেল ৫.১০ মিনিটে। বৃহস্পতি ও রবিবার চলবে।
* নয়াদিল্লি-আহমেদাবাদ স্পেশাল ট্রেন ছাড়বে ১৩ই মে সন্ধ্যা ৭.৫৫ মিনিটে, রোজ চলবে।
* নয়াদিল্লি-আগরতলা স্পেশাল ট্রেন ছাড়বে ২০ মে সন্ধে ৭.৫০ মিনিটে, বুধবার করে চলবে।
* নয়াদিল্লি-মারগাঁও স্পেশাল ট্রেন প্রথম ট্রেন ছাড়বে ১৫ই মে সকাল ১০.৫৫ মিনিটে, শুক্র ও শনিবার চলবে।
* নয়াদিল্লি-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন ছাড়বে ১৪ই বিকেল ৫.০৫ মিনিটে, চলবে রোজ।