Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

যাত্রীদের তথ্য বিক্রি করে এবার আয় করবে ভারতীয় রেল, দাম শুনলে হতবাক হবেন আপনিও

এবার ভারতীয় রেলের IRCTC ওয়েবসাইট থেকে বিক্রি হবে ব্যবহারকারীদের তথ্য। শুনে অবাক লাগলেও এমনটাই সত্যি। আসলে IRCTC ওয়েবসাইটে বিপুল সংখ্যক লোক তাঁদের টিকিট বুক করে থাকেন। ওয়েবসাইটে লগইন করতে সেই…

Avatar

এবার ভারতীয় রেলের IRCTC ওয়েবসাইট থেকে বিক্রি হবে ব্যবহারকারীদের তথ্য। শুনে অবাক লাগলেও এমনটাই সত্যি। আসলে IRCTC ওয়েবসাইটে বিপুল সংখ্যক লোক তাঁদের টিকিট বুক করে থাকেন। ওয়েবসাইটে লগইন করতে সেই ব্যবহারকারীরা নিজের বিস্তারিত তথ্য আপলোড করেন। আর সেই ডিজিটাল ডেটার মাধ্যমে আয় করতে চাইছে ভারতীয় রেল। এইজন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। এখন IRCTC ডেটা মনিটাইজেশানের দিকে এগিয়েছে। কত টাকায় এই ডেটা বিক্রি হচ্ছে? জানলে হতবাক হয়ে যাবেন আপনিও।

আসলে বর্তমানে রেলের টিকিট বুক করতে IRCTC অ্যাপ ব্যবহার করে থাকেন। টিকিট কাউন্টারে গিয়ে টিকিট বুক করার প্রচলন অনেকদিন আগেই কমে গিয়েছে। ডিজিটাল যুগে আজকাল সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। তাই ট্রেনের টিকিট বুকিং করার জন্য সিংহভাগ মানুষ বেছে নেয় আইআরসিটিসি প্লাটফর্ম। আর তাই প্রত্যেক মানুষের ডিজিটাল ডাটা সংরক্ষিত থাকে এই আইআরসিটিসিতে। বলা যেতে পারে আইআরসিটিসির মতো ডিজিটাল ডাটাবেস খুব কম সংস্থার কাছেই আছে। আর তার থেকে এবার আয় করার জন্য বড় পদক্ষেপ নেওয়ার পথে অগ্রসর হয়েছে ভারতীয় রেল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা গিয়েছে টেন্ডারের অধীনে যেকোনো সংস্থা আইআরসিটিসি থেকে ওয়েবসাইট ব্যবহারকারীর ডাটা কিনে নিতে পারবেন। এর অধীনে ভ্রমণের ধরন, ভ্রমণের ইতিহাস ও অবস্থান সম্পর্কিত ডেটা বিক্রি করবে আইআরসিটিসি। তবে চিন্তা নেই। আইটি আইনের অধীনে ব্যবহারকারীদের আর্থিক গোপনীয়তা সংক্রান্ত তথ্য বিক্রি করবে না এই সংস্থা। এছাড়াও ডেটা মনিটাইজেশন এর আওতায় শেয়ার করা হবে না ব্যবহারকারীদের ব্যাংক এবং লেনদেনের হিসাব।

আসলে একজন যাত্রী কোথায় গিয়েছেন বা কতক্ষণ ছিলেন বা তার হোটেল হিস্ট্রি বা ট্রাভেল এজেন্সির ইত্যাদি ধরনের ইতিহাস এবং অবস্থান সম্পর্কিত ডেটা বিক্রি করবে আইআরসিটিসি। আর সেই ডেটা ব্যবহার করে নিজেদের ব্যবসা বৃদ্ধির প্রচেষ্টা করবে কোম্পানিগুলি। তবে আপনি যদি জানতে পারেন আইআরসিটিসি কত টাকায় এই ডেটা বিক্রি করছে অবাক হয়ে যাবেন। আপাতত এই কোম্পানি মোট ১০০০ কোটি টাকা মূল্যের তথ্য বিক্রি করতে চলেছে বলে জানা গিয়েছে।

About Author