কৌশিক পোল্ল্যে: লকডাউনের মাঝে একের পর এক দুঃসংবাদের সাক্ষী থাকছে বলিউড। সেলেবদের মধ্য করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি এখন নতুন কিছু নয়। মাঝে পিতাকে হারিয়েছেন কিংবদন্তী অভিনেতা মিঠুন চক্রবর্তী। খুব কম সময়ের ব্যবধানে চলে যান আর এক জনপ্রিয় অভিনেতা ইরফান খানের মা। উভয়েই তাদের কাছের মানুষের শেষকৃত্যে উপস্থিত হতে পারেননি লকডাউনের কারনে। মায়ের মৃত্যুতে ইরফান দুঃখজনকভাবে ভেঙে পড়েন।
এই ঘটনার মাত্র এক সপ্তাহের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ের কোকিলাবিন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইরফান। মায়ের চলে যাওয়ার শোক তিনি কাটিয়ে উঠতে পারেননি, যা তার আচরনে ছিল স্পষ্ট। এছাড়াও দীর্ঘদিন ধরে নিউরোএন্ডোক্রাইম টিউমারের সঙ্গে যুদ্ধ করছিলেন অভিনেতা। রোগাক্রান্ত হবার কারনেই বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে একপ্রকার দূরত্ব বানিয়ে ফেলেছিলেন তিনি।
তার শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’এর প্রমোশনেও একই কারনে হাজির থাকতে পারেননি তিনি। হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার মৃত্যুর কারন নিয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে ইরফানের মানসিক স্বাস্থ্যের অবনতির কথা অবশ্যই জানা গিয়েছে এবং যা এই পরিস্থিতিতে স্বাভাবিক হিসেবেই মেনে নেওয়া উচিৎ।
লকডাউনের কারনে মায়ের শেষকৃত্যে হাজির থাকতে পারেননি তিনি। পরবর্তীতে শোকস্তব্ধ অভিনেতা পরিবারের লোকজনের সঙ্গে ভিডিওকলে কথা বলেন। মা কে হারানোর মাশুল গুনছিলেন তিনি, সম্ভবত এটিই তার গুরুতর শারীরিক অবনতির কারন। তার মৃত্যুতে শোকাহত বলিউড ইন্ডাস্ট্রি। একটি মহান অভিনেতাকে তারা হারালেন।