জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে CAA বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর ৪৮ ঘন্টার মধ্যে শনিবার শাহিনবাগে ঘটল আরও একটি ঘটনা। বন্দুকধারী যুবকটি এলোপাথারি গুলি চালায় এবং তারপর তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। যুবক নিজেকে পূর্ব দিল্লির দালালপুরের বাসিন্দা বলে পরিচয় দিয়েছে।
দিল্লি পুলিস যুবককে গ্রেফতার করার সময় তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার গুলি করার কারন কি? তখন যুবকটি সংবাদমাধ্যমের সামনেই বলেন, এই দেশে হিন্দু ছাড়া আর কেউ থাকবে না।
আরও পড়ুন : দিল্লীর শাহীন বাগে মানুষের ভিড়কে লক্ষ্য করে গুলি, গ্রেফতার অভিযুক্ত
তবে এই ঘটনায় হতাহতের খবর মেলেনি। তিন রাউন্ড গুলি চালানোর পর তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের নয়াদিল্লিতে একটি সমাবেশ চলাকালীন ঘটে। পরবর্তীকালে নির্বাচন কমিশন বিতর্কিত বক্তৃতার পরে তাকে ৪৮ ঘন্টা প্রচারে নিষেধাজ্ঞা জারি করে।
নাগরিকত্ব (সংশোধন) আইনের বিরুদ্ধে একমাস ধরে আন্দোলন অব্যাহত রেখে শাহীন বাগে শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে বিজেপির অসংখ্য নেতা বক্তব্য দিয়েছেন। যুবকটি শাহীন বাগের যেখানে গুলি চালিয়েছে সেখান থেকে খালি বন্দুকের গোলা পাওয়া গেছে। শাহীনবাগে গুলি চালানোর ঘটনায় কোনও জখমের খবর পাওয়া যায়নি।